10,000 টাকা কমে গেল Apple iPhone 16 ফোনের দাম, জেনে নিন নতুন দাম এবং অফার

সম্প্রতি Apple তাদের বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। লঞ্চের পর‌ই কোম্পানির পক্ষ থেকে আগের জেনারেশন অর্থাৎ iPhone 16 ফোনের দামে বড়সড় প্রাইস কাট জারি করা হয়েছে। এর ফলে এখন থেকে 2024 সালে লঞ্চ হ‌ওয়া iPhone 16 আগের চেয়ে কম দামে কেনা যাবে। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটি মাত্র 69,900 টাকা দামে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি ফোনটির প্রাথমিক দাম 79,900 টাকা ছিল, অর্থাৎ এতে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। শপিং সাইট আমাজনে বর্তমানে এই ফোনটির হোয়াইট কালার অপশন মাত্র 69,499 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস যোগ করলে ফোনটি আরও কম দামে পাওয়া যাবে। জানিয়ে রাখি ভবিষ্যতে ফোনটির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামী 23 সেপ্টেম্বর থেকে Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেল শুরু হবে এবং এই ধরনের সেলে ফোনটির দামে আরও আকর্ষণীয় অফার ঘোষণা করা হবে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে iPhone 16 ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস মডেল 69,900 টাকা দামে সেল করা হচ্ছে। এর সঙ্গে ক্রেডিট কার্ড অফার এবং এক্সচেঞ্জ বোনাস প্রয়োগ করলে ফোনটি মাত্র 60,000 টাকার কাছাকাছি দামে পাওয়া যেতে পারে। এছাড়াও 8,501 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এবং নো-কস্ট ইএম‌আই অপশন‌ও রয়েছে। Apple এর পক্ষ থেকে ছাত্রদের জন্য স্টুডেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে ফোনটি আরও আকর্ষণীয় দামে কেনা যাবে। ব্যাঙ্ক অফার হিসাবে Flipkart Axis Bank ও SBI কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ 4,000 টাকা), Axis Bank ডেবিট কার্ডে 750 টাকা এবং HDFC ব্যাঙ্ক ইউজারদের 8 থেকে 10 শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ 1,600 টাকা) দেওয়া হবে।

অপরদিকে শপিং সাইট আমাজনে iPhone 16 ফোনটির বেস ভেরিয়েন্ট (হোয়াইট কালার) 69,499 টাকা দামে সেল করা হচ্ছে, এটি ফোনটির লঞ্চ প্রাইস 79,900 টাকার চেয়ে 10,401 টাকা কম। আমাজনে Amazon Pay ICICI Bank credit card এর মাধ্যমে কেনাকাটা করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

শপিং সাইট ফ্লিপকার্টে Apple iPhone 16 (White, 128 GB) ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 5000 টাকা কমে 74,900 টাকা দামে সেল করা হচ্ছে। Flipkart Axis Bank Credit Card এবং Flipkart SBI Credit Card এর মাধ্যমে কেনাকাটা করলে 5 শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ 4000 টাকা) পাওয়া যাবে।

iPhone 16 ফোনে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HDR10, 60Hz রিফ্রেশ রেট এবং 1600nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে অলিওফোবিক কোটিং রয়েছে, যা এটিকে ফিঙ্গারপ্রিন্ট স্মাজ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। কম্প্যাক্ট সাইজের কারণে ফোনটি হাতে ধরতেও সুবিধা হয়।

এই ফোনে TSMC এর 3nm টেকনোলজিতে তৈরি A16 Bionic চিপসেট যোগ করা হয়েছে। এই হেক্সাকোর প্রসেসরের মধ্যে দুটি পারফরমেন্স কোর এবং ছয়টি এফিসিয়েন্সি কোর রয়েছে। এই ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়।

ফটোগ্রাফির জন্য iPhone 16 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48MP প্রাইমারি সেন্সর এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটির ক্যামেরা 2x এবং 5x অপ্টিক্যাল জুম সাপোর্ট করে।

লেটেস্ট iPhone 17 (256GB) ফোনটি 82,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আমাজনে iPhone 16 ফোনের 256GB মডেল 79,900 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ দুটি ফোনের দামে 3000 হাজার টাকার পার্থক্য রয়েছে।

যারা দুটি ফোনের মধ্যে কোনটি কেনা উচিৎ ভেবে চিন্তায় পড়েছেন তাদের দুটি ফোনের স্পেসিফিকেশনে চোখ বোলালো দরকার। iPhone 16 ফোনে 6.1 ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই স্ক্রিন শুধুমাত্র 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অপরদিকে iPhone 17 ফোনে 6.3 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে রয়েছে, এই স্ক্রিন 120Hz ProMotion এবং Always-On সাপোর্ট করে। অর্থাৎ iPhone 17 ফোনের ডিসপ্লে বড়, স্মুথ এবং অ্যাডভান্স।

iPhone 16 ফোনটি A18 চিপসেটে কাজ করে এবং iPhone 17 ফোনটি রান করে নতুন A19 চিপে। কোম্পানি জানিয়েছে নতুন চিপটি আগের A18 চিপের তুলনায় 40% বেশি ফাস্ট, অর্থাৎ পারফরমেন্স এবং স্পীডের দিক থেকে iPhone 17 ফোনটি এগিয়ে রয়েছে।

কোম্পানি তাদের নতুন ফোনের ক্যামেরা সেগমেন্টে বড়সড় আপগ্রেড করেছে। iPhone 16 ফোনে 48MP ওয়াইড এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করেছিল। এবার নতুন iPhone 17 ফোনে 48MP ওয়াইড এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া iPhone 17 ফোনটিতে 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে এবং iPhone 16 ফোনে 12MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। অর্থাৎ ফটোগ্রাফি এবং সেলফি উভয় ক্ষেত্রেই বিজয়ী iPhone 17।

iPhone 16 ফোনে 3561mAh ব্যাটারি রয়েছে, যা একদিনের ব্যাক‌আপ দিতে সক্ষম। অপরদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে iPhone 17 ফোনের ব্যাটারি আগের চেয়ে 8 ঘন্টা বেশি ব্যাক‌আপ দিতে পারবে। অর্থাৎ হেভি ইউজারদের জন্য iPhone 17 ফোনটি বেশি বিশ্বস্ত। iPhone 16 ফোনটি iOS 18 অপারেটিং সিস্টেমে কাজ করে, অপরদিকে iPhone 17 ফোনটি সরাসরি iOS 26 সহ পেশ করা হয়েছে। অর্থাৎ iPhone 17 ফোনটিতে দীর্ঘ সময় পর্যন্ত সফটওয়্যার আপডেট পাওয়া যাবে।

iPhone 16 (128GB) ফোনটি বর্তমানে 69,900 টাকা দামে সেল করা হচ্ছে। তবে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ বোনাস সহ ফোনটির দাম 60,000 টাকার কাছাকাছি যেতে পারে। অন্যদিকে ভারতে iPhone 17 ফোনের 256GB বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 82,900 টাকা। অর্থাৎ যাদের কাছে স্টোরেজ তেমন কিছু নয় তাদের জন্য এখনও পর্যন্ত বাজেটে প্রিমিয়াম আইফোন হিসাবে iPhone 16 ফোনটি দারুণ অপশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here