Apple ও আনতে চলেছে পাঞ্চ হোল ডিসপ্লের iphone, দেখে নিন কি হবে তার নাম আর কবে হবে লঞ্চ

নভেম্বর 2017 তে Apple মোবাইল জগতে একটি নতুন ট্রেন্ড শুরু করেছিল। এই দিনে iphone X কে লঞ্চ করা হয়েছিল যা চ‌ওড়া নচ ডিসপ্লের সাথে মার্কেটে এসেছিল। এই অ্যাপেল আইফোন এর স্টাইল টি প্রায় সব অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্রান্ড কপি করেছে আর নিজের মোবাইল ফোনগুলি কে নচ ডিসপ্লেতে লঞ্চ করেছে। বিগত 4 বছরে এই অ্যান্ড্রয়েড ফোনগুলি নচ থেকে ওয়াটারড্রপ নচ আর পাঞ্চ হোল ডিজাইন পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু অ্যাপেল আইফোন এখনো চ‌ওড়া নচ এর সাথেই আসে, যা অনেক অ্যাপেল ইউজার্স দের আকর্ষিত করে । কিন্তু এখন Apple ও এই ট্রেন্ড কে ভেঙে আগে এগোতে চলেছে। খবর পাওয়া গেছে যে এখন অ্যাপেল ও পাঞ্চ হোল ডিসপ্লের iphone মার্কেটে লঞ্চ করবে।

Apple iPhone এখন চ‌ওড়া নচ ডিজাইন ছেড়ে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন এ শিফ্ট হতে চলেছে। এই খবর অনেক আইফোন লাভার্স দের খুশি করতে চলেছে। গত বছরেও যখন iphone 12 সিরিজের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, তখনও লোকেদের মনে আশা ছিল যে এই বারে হয়তো আইফোনের ডিসপ্লে আর ডিজাইন অন‍্যরকম হবে, কিন্তু এরকম কিছুই হয়নি। কিন্তু এখন Apple iPhone এর স্টাইল পাল্টাতে চলেছে। কোম্পানি নিজের নতুন আইফোনে পাঞ্চহোল ডিসপ্লে ডিজাইন এ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে আর এই ফোনগুলির ডিটেইলস সামনে এসে গেছে।

iPhone SE থেকে হবে পাঞ্চহোল এর শুরু

পাঞ্চহোল ডিসপ্লের আইফোনের তথ্য আপাতত লিকের মাধ্যমে সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অ্যাপেল প্ল‍্যানিং করেছে যে কোম্পানি তার নতুন আইফোনে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন লঞ্চ করবে। বলা হয়েছে যে পাঞ্চহোল ডিসপ্লের আইফোনের শুরু কোম্পানি ‘এস‌ই’ সিরিজে করবে আর iphone SE 2023 মডেলে পাঞ্চহোল স্টাইল দেখা যাবে। লিকের অনুযায়ী আইফোন এস‌ই 2023 এ 6.1 ইঞ্চির বড়ো ডিসপ্লের সাথে লঞ্চ করা হবে। অথচ সেল্ফি ক‍্যামেরা যুক্ত এই পাঞ্চ হোলটি স্ক্রিনের কোনদিকে থাকবে সেটি এখনো সঠিক ভাবে জানা যায়নি।

5G সাপোর্ট এর সাথে আসবে নতুন iphone

iPhone 12 সিরিজের সাথে অ্যাপেল নিজের মোবাইল ফোনে 5জি সাপোর্ট দিতে শুরু করেছে। সামনে আসা খবর অনুযায়ী কোম্পানি নিজের কম দামের ‘এস‌ই’ মডেলকে‌ও 5জি কানেক্টিভিটি সাপোর্ট এর সাথে বাজারে আনবে। লিক এর অনুযায়ী কোম্পানির আগামী iPhone SE Sub-6 GHz স্পিডে কাজ করা 5জি মোডেম যুক্ত হবে। আবার এই ফোনে 4.7 ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে যা এলসিডি প‍্যানেলে তৈরি। লিকের কথা মানা হলে এই ফোনটি iPhone SE 2022 মডেল হবে।

এখানে আমরা আবার পরিস্কার বলে দিই যে iPhone SE মডেল Apple এর সস্তা আইফোন ক‍্যাটাগরি তে আসে। এমত অবস্থায় যদি আইফোন এস‌ই তে এলসিডি প‍্যানেল, পাঞ্চহোল ডিসপ্লে আর 5জি সাপোর্ট দেখা যায় তাহলে এটি বলা ভুল হবে না যে কোম্পানির আগামী আইফোন সিরিজ অর্থাৎ iphone 13 বা iphone 14 আগের থেকে অনেক শক্তিশালী ও স্টাইলিশ হতে পারে। আপাতত উপরোক্ত সব‌ই তথ্য এখন একটি লিকের মাধ্যমে সামনে এসেছে যেটি সঠিক খবর বলা যায় না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here