23 কোটিরও বেশি iPhone বেঁচে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হল Apple! 13 বছর পর পিছিয়ে পড়ল Samsung

আজকের দিয়ে দাঁড়িয়ে যাকেই দেখা যায় তাঁর হাতেই iPhones! কয়েক বছর আগেও আইফোন ছিল স্ট্যাটাস সিম্বল। কিন্তু এখন আর এমন বিষয় নেই। এই লাখপতি থেকে ঘরের ছেলে হয়ে ওঠার যাত্রায় প্রভাব পড়েছে অ্যাপেলের আন্তর্জাতিক বাজারেও। দীর্ঘ 13 বছর পর Apple বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন সেলারে প্রিন্ট হয়েছে।

Apple এখন নাম্বার ওয়ান

অনেক দিন পর স্মার্টফোন মার্কেটে বড়সড় পরিবর্তন দেখা গেছে। IDC অর্থাৎ International Data Corporation একটি গ্লোবাল রিপোর্ট শেয়ার করেছে। এই রিপোর্ট থেকে জানা গেছে Apple গ্লোবাল মার্কেটে নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ডের স্থান দখল করে নিয়েছে। বিগত 13 বছর ধরে এই স্থানে Samsung এর রাজত্ব ছিল। এবার স্যামসাঙকে পেছনে ফেলে প্রথম স্থানে এসে গেছে অ্যাপেল।

IDC এর রিপোর্ট অনুযায়ী 2023 সালের সবকটি কোয়ার্টারে Apple সবচেয়ে বেশি ফোন বেচেছে এবং এই ধরনের ঘটনা কোম্পানির ইতিহাসে এই প্রথম। রিপোর্টে বলা হয়েছে বিগত বছরে অ্যাপেল 234.6 মিলিয়ন আইফোন শিপিং করেছে। তবে শেষ কোয়ার্টারে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে গোটা বিশ্বে 80.5 মিলিয়ন আইফোন শিপ করা হয়েছে। এই সময়ে অ্যাপেলের মার্কেট শেয়ার 20.1 শতাংশ হয়ে গেছে।

Samsung এবং Xiaomi এর পরিস্থিতি

Apple যেখানে প্রথম স্থানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে Samsung দ্বিতীয় এবং Xiaomi তৃতীয় স্থান দখল করেছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাঙ গত বছরে 226.6 মিলিয়ন শিপমেন্ট করেছে। অন্যদিকে চীনের ব্র্যান্ড শাওমি 2023 সালে 145.9 মিলিয়ন ইউনিট শিপ করেছে। 2022 সালের তুলনায় স্যামসাঙের রেকর্ড 13.6 এবং শাওমির রেকর্ড 4.7 শতাংশ কমে গেছে। শুধুমাত্র শেষ তিন মাসের ক্ষেত্রে স্যামসাঙ 53 মিলিয়ন এবং শাওমি 40.7 মিলিয়ন স্মার্টফোন সেল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here