অবশেষে Apple তাদের Android ফোন এবং ট্যাবলেটের জন্য Apple TV অ্যাপ লঞ্চ করেছে। এবার ইউজাররা ওয়েব ব্রাউজারের মাধ্যমে স্ট্রিমিং করার পরিবর্তে সরাসরি তাদের ডিভাইসের মাধ্যমে Apple Original কন্টেন্ট দেখতে পারবেন। এর আগে শুধুমাত্র iPhone, iPad এবং Mac মতো Apple এর ডিভাইসগুলিতে এই স্ট্রিমিং সার্ভিস পাওয়া যেত। 2021 সালে এই টেক কোম্পানি তাদের সিলেক্টেড Android TV মডেল এবং NVIDIA Shield এর ক্ষেত্রে এই সাপোর্ট জারি করেছিল।
অ্যান্ড্রয়েডের জন্য জারি হল অ্যাপল টিভি অ্যাপ
- Apple TV অ্যাপ ফোন, ট্যাবলেট এবং ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী আপাতত অ্যান্ড্রয়েড ভার্সন সহজ সরল ইউজের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল।
- এতে ‘continue watching’ ফিচার রয়েছে। এর সাহায্যে ওয়াচ হিস্ট্রি সহজেই সিঙ্ক হয়ে যায় এবং ইউজাররা যেখানে দেখা বন্ধ করেছিলেন, সেখান থেকে আবার দেখা শুরু করতে পারবেন।
- এই অ্যাপটিতে একটি Watchlist ফিচার রয়েছে, এর মাধ্যমে ইউজাররা ভবিষ্যতের জন্য টাইটেল সেভ করে রাখতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা নিজেদের ডিভাইসে কন্টেন্ট ডাউনলোড করে অফলাইনে দেখার অপশনও পেয়ে যাবেন।
- অ্যাপটি Google Play এর বিলিং সিস্টেমও যোগ করা হয়েছে, তাই ইউজাররা অ্যাপের মধ্যে Apple TV+ এবং MLS সিজন পাসের মেম্বারশিপ পেয়ে যাবেন।
- Apple Android ইউজারদের জন্য TV+ এর সাত দিনের ফ্রি ট্রায়াল পেশ করেছে।
- তবে Apple TV অ্যাপের Android ভার্সনে এখনও পর্যন্ত কিছু ফিচারের অভাব রয়েছে। ইউজাররা এতে মুভি ও TV শো রেন্ট বা কিনতে পারবেন না। এছাড়া Android অ্যাপ থেকে Google TV-তে কন্টেন্ট কাস্ট করার অপশনও নেই। ভবিষ্যতে এই ফিচারগুলিও যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে অ্যাপেল টিভি অ্যাপ ইনস্টল করা যাবে?
- Google Play Store এ Apple TV সার্চ করা যাবে। এছাড়া সরাসরি এই লিঙ্কে ক্লিক করেও এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
- এটি শুধুমাত্র Android 10 বা এর চেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম সহ ফোন, ট্যাবলেট ও ফোল্ডেবল ফোনে ব্যাবহার করা যাবে।
- গুগল প্লে স্টোরে ইনস্টল বাটনে ক্লিক করুন।
- ডাউনলোড ও ইনস্টলের পর অ্যাপ ওপেন করুন।
- যাদের কাছে Apple TV সাবস্ক্রিপশন রয়েছে তাঁরা সাইন ইন করা যাবে বা সাবস্ক্রিপশন না থাকলে ফ্রি ট্রায়াল শুরু করা যাবে।
ভারতে Apple TV+ এর দাম প্রতি মাসে 99 টাকা। নতুন Apple ডিভাইস কিনলে ঋণ মাসের ফ্রি মেম্বারশিপ দেওয়া হবে।