10 জুন থেকে শুরু হবে Apple এর মহা ইভেন্ট WWDC 2024, করা হতে পারে বড়ো ঘোষণা

Apple ফ্যানদের জন্য দারুণ খবর! কোম্পানি এই বছর আপকামিং ইভেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সের ডেট ঘোষণা করে দিয়েছে। WWDC 2024 10 জুন থেকে শুরু হতে চলেছে। এই মহা ইভেন্ট 5 দিন ধরে চলবে যেখানে অ্যাপেল কোম্পানির iOS 18, AirPods এবং MacBook এর মতো নতুন প্রোডাক্টগুলি পেশ করা হবে। এর সাথেই গোটা বিশ্বের 50 তরুণ ডেভেলপার্সতাদের দক্ষতা দেখাবেন।

Apple WWDC 2024

অ্যাপেল WWDC 2024 এই বছর 10 জুন আয়োজন করছে। এই ইভেন্টটি 5 দিন ধরে চলবে এবং এর সমাপ্তি হবে14 জুন। California এর Cupertino-তে অবস্থিত Apple Park এ কোম্পানির এই ইভেন্ট আয়োজন করা হবে এবং এই ইভেন্টটিকে গোটা বিশ্বে লাইভ দেখান হবে। অ্যাপেলের অফিসিয়াল  ওয়েবসাইটে WWDC 2024 দেখার জন্য এখানে ক্লিক করুন

iOS 18 এ পাওয়া যাবে এইসব ফিচার

  • আইওএস 18 এ অ্যাপেল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট SIRI কে আপডেট করে ChatGPT এর মতো জেনরেটিভ এআই ক্ষমতা যোগ করতে পারে। নতুন ওএসের সঙ্গে অ্যাপেল তাদের জেনরেটিভ AI মডেল পেশ করতে পারে।
  • Siri এর সঙ্গে সঙ্গে নোটস অ্যাপ এবং মিউজিক অ্যাপেও জেনরেটিভ এআই ফিচার যোগ করা হতে পারে। এছাড়াও এআই জেনরেটিভ ফটো এবং ভিডিও এডিটিঙের ক্ষেত্রে কিছু ফিচার যোগ করা হবে বলে জানা গেছে।
  • অ্যাপেল গ্লোবাল স্তরে অ্যাপ সাইডলোডিং জারি করতে পারে। এই ফিচারের মাধ্যমে Apple আইফোনেও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যাবে।
  • iOS 18 এ RCS Protocol সাপোর্ট দেওয়া হতে পারে। এর ফলে Android এবং iOS ডিভাইসের মধ্যে অত্যন্ত সহজে ফাইল শেয়ার করা যাবে।
  • iOS 18 এ ফোনে অ্যাপ সাবস্ক্রিপশনের জন্য থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে সুবিধা পাওয়া যাবে। এর ফলে  ফোনের ইন-অ্যাপ শপিং এবং সাবস্ক্রিবশন চার্জ 30 শতাংশ কম হবে।

এই সব iPhone পাবে iOS 18

  • iPhone SE (2nd generation)
  • iPhone SE (3rd generation)
  • iPhone XR
  • iPhone XS
  • iPhone XS Max
  • iPhone 11
  • iPhone 11 Pro
  • iPhone 11 Pro Max
  • iPhone 12 mini
  • iPhone 12
  • iPhone 12 Pro
  • iPhone 12 Pro Max
  • iPhone 13 mini
  • iPhone 13
  • iPhone 13 Pro
  • iPhone 13 Pro Max
  • iPhone 14
  • iPhone 14 Plus
  • iPhone 14 Pro
  • iPhone 14 Pro Max
  • iPhone 15
  • iPhone 15 Plus
  • iPhone 15 Pro
  • iPhone 15 Pro Max

Apple WWDC 2024 ইভেন্টে কোন কোন ফোন লঞ্চ করা হবে সেই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। জুন মাসে আসন্ন অ্যাপেল প্রোডাক্টের নাম ও ডিটেইলস সমনে এলেই পোষ্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here