লঞ্চ হল সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ROG Phone 9 এবং ROG Phone 9 Pro, রয়েছে 24GB RAM

আমরা সবাই জানি ROG কথাটির অর্থ Republic of Gamers! বিগত কয়েক বছর ধরে টেক জগতে গেমিং ফোনের সেগমেন্টের শীর্ষে থাকা এই সিরিজে এবার নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অ্যাডভান্স ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ নতুন ASUS ROG Phone 9 এবং ROG Phone 9 Pro স্মার্টফোন পেশ করা হয়েছে। এই ফোনগুলিতে 24GB RAM এবং Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে। ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনের ছবি

ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনের স্পেসিফিকেশন

  • 6.78″ 120Hz E6 AMOLED Screen
  • Qualcomm Snapdragon 8 Elite Processor
  • 24GBRAM + 1TB Storage
  • 32MP Front Camera
  • 50MP Triple Rear Camera
  • 65W Wired + 15W Wireless Charging
  • 5,800mAh Battery

ডিসপ্লে

ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung E6 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই LTPO স্ক্রিন সাধারণ ব্যাবহারে 120Hz এবং গেমিঙের সময় 185Hz রিফ্রেশরেট দিতে সক্ষম। এই স্ক্রিন 2500nits ব্রাইটনেস, 145.65% sRGB ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে এবং এটি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 দিয়ে প্রটেক্টেড।

পারফরমেন্স

উভয় আসুস স্মার্টফোন অ্যান্ড্রয়েড 15 এবং ROG UI সহ পেশ করা হয়েছে। প্রসেস্রিঙ্গের জন্য এই ফোনদুটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 4.1GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিতে অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য দুটি ফোনে Adreno 830 GPU রয়েছে।

স্টোরেজ

ROG Phone 9 ফোনটিতে 12GB ও 16GB RAM এর সঙ্গে 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। অন্যদিকে ROG Phone 9 Pro ফোনটি 16GB RAM + 512GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে ROG Phone 9 Pro Edition মডেলও লঞ্চ করা হয়েছে। এতে 24GB RAM + 1TB Storage যোগ করা হয়েছে। এই সবকটি ফোনেই LPDDR5X RAM এবং UFS 4.0 storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

ASUS ROG Phone 9 এবং 9 Pro উভয় ফোনেই 32MP Selfie Camera রয়েছে। ফোনদুটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT700 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এই সেন্সর 6-axis Gimbal stabilization সাপোর্ট করে।

ASUS ROG Phone 9 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। অপরদিকে ASUS ROG Phone 9 Pro ফোনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে OIS ফিচার সহ 32MP 3x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য দুটি ফোনেই 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 65W Hypercharge ফাস্ট চার্জিং এবং 15W Qi wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনদুটিতে Quick Charge 5.0 and PD Charging টেকনোলজি রয়েছে।

ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনের ফিচার

  • 3.5mm হেডফোন জ্যাক 
  • 5-magnet স্টেরিও স্পিকার
  • IP68 ডাস্ট ও ওয়াটার প্রুফিং
  • NFC
  • NavIC(L5)
  • Wi-Fi 7
  • Bluetooth 5.4

ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনের দাম

ASUS ROG Phone 9 ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্ট 999.99 ডলার অর্থাৎ প্রায় 85,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 12GB + 512GB ভেরিয়েন্ট ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1,00,000 টাকা দামে বাজারে আনা হয়েছে। এই ফোনটি Storm White এবং Phantom Black কালার অপশনে সেল করা হবে।

ASUS ROG Phone 9 Pro ফোনটিতে 16GB RAM এর সঙ্গে 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1,15,900 টাকা। সিরিজের ASUS ROG Phone 9 Pro Edition ফোনটি 24GB + 1TB সহ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1,33,690 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই মডেলের সঙ্গে AeroActive Coller X Pro পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here