আসুস লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ফাস্ট গেমিং স্মার্টফোন, জেনে নিন এই ফোন সম্পর্কে সব কিছু

আসুস লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ফাস্ট গেমিং স্মার্টফোন, জেনে নিন এই ফোন সম্পর্কে সব কিছু

মোবাইল ফোনের সঙ্গে গেমের সম্পর্ক আগাগোড়া কিন্তু যখনই একটি ভালো গেমিং ডিভাইসের কথা ওঠে তখনই চিন্তায় পড়ে যেতে হয়। কারণ ভালো ফোন তো অনেক আছে কিন্তু ভালো গেমিং ফোন নেই। কিছু দিন আগে শাওমি ব্ল‍্যাক শার্ক নামে একটি স্মার্টফোন লঞ্চ করে। এখন আসুস‌ও এই লিস্টে নাম জুড়েছে। তাইবানে অনুষ্ঠিত কম্পিউটেক্স ইভেন্টে তাদের গেমিং ফোন আর‌ওজি; রিপাবলিক অফ গেমার্স প্রদর্শন করে। এই ফোনটি ভারতে আসবে কি না সেব‍্যাপারে সঠিক তথ্য জানা যায়নি, তবে এই ফোনটির মাধ্যমে কোম্পানি তাদের গেমিং সিরিজের লঞ্চ করল।

সাধারণত গেমিঙের নামে সাধারণ ফোন লঞ্চ করা হয়ে থাকে। তবে আসুস ফোনটিকে বিশেষ ভাবে গেমিঙের জন্য তৈরী করেছে। এতে সবচেয়ে শক্তিশালী প্রোসেসর দেওয়া আছে। কোম্পানি আসুস আর‌ওজিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট দিয়েছে। এই চিপসেটে এখনও পর্যন্ত অনেক ফোন এসেছে তবে আর‌ওজির প্রোসেসর সবচেয়ে ফাস্ট। এতে 2.96 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। আজ পর্যন্ত এত ক্লক স্পীড কোনো ফোনে দেওয়া হয়নি।

এই ফোনে উন্নত গ্রাফিক্স কোয়ালিটির জন্য এড্রিনো 630 জিপিইউ আছে। এর সঙ্গে কোম্পানি গেমিঙের সময় ফোন ঠান্ডা রাখার জন্য গেমকুল ভ‍্যাপার চেম্বার যোগ করেছে। এতে 8 জিবি র‍্যাম আছে। ফোনটির 128 জিবি এবং 512 জিবির দুটি ভেরিয়েন্ট আছে।

গেমিং ফোনে ডিসপ্লেও হাই কোয়ালিটি হ‌ওয়া দরকার। কোম্পানি এব‍্যাপারে যথেষ্ট সতর্কভাবে কাজ করেছে। আসুস আর‌ওজিতে 6 ইঞ্চির 2160 × 1080 পিক্সেল রেজলিউশনসহ ফুল এইচডি+ স্ক্রিন আছে। এতে এমোলেড ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে যার সঙ্গে 90 হার্টস রিফ্রেস রেট আছে। এতে 10,000 কন্ট্রাস্ট রেশিওর সঙ্গে 10 পয়েন্ট অফ মাল্টি টাচ সাপোর্ট করে। হাই কোয়ালিটি গেমিং এক্সপেরিয়েন্সের জন্য আর‌ওজিতে বিশেষ ইমেজ প্রসেসিং চিপ আছে যা এইচডিআর সাপোর্ট করে।

আর‌ওজির ডিজাইন‌ও গেমার্সদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এতে সাইড মাউন্টেনপোর্ট, প্রোগ্ৰামেবল আল্ট্রাসনিক এয়ার ট্রিগার এবং ফোর্স ফিডব্যাক সিস্টেম দেওয়া হয়েছে। এতে ডক ফিচার আছে। টুইন ভিউ ডক, মোবাইল ডেক্সটপ ডক এবং গেমভাইস কন্ট্রোল ডকের ব‍্যবহার করা যায়।

আসুস আর‌ওজিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। এবং এর ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের ডুয়েল ওয়াইড অ্যাঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। এতে ডিটিএস হেডফোন সাপোর্ট করে এবং এতে 7.1 সারাউন্ড সাউন্ড ফিচার আছে। এতে কোয়ালকম অ।আপটেক্স হাই ডেফিনেশন ব্লুটুথ ওয়‍্যারলেস অডিও সাপোর্ট করে, যা হাই কোয়ালিটি মিউজিক এবং গেমিং সাউন্ড দেয়।

ডেটা কানেক্টিভিটির জন্য এতে 4জি ভোলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here