BGMI 2.2 Update : Battlegrounds Mobile India 2.2-এর সমস্ত লিঙ্কই কি ফেক? জেনে নিন সত্যতা

বিগত দুই মাস ধরে ভারতে Google Play Store এবং Apple App Store থেকে Battlegrounds Mobile India (BGMI) গেমটি ব্যানড করা আছে। এমনকি PUBG Mobile এর এই ভারতীয় ভার্সনের প্রত্যাবর্তন সম্পর্কেও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। ইন্ডিয়ান গেমিং কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা মনে করছেন খুব তাড়াতাড়ি ভারতে BGMI গেমটি ফিরে আসতে পারে। এছাড়া গেমের ডেভেলপারদের পক্ষ থেকেও এখনও পর্যন্ত BGMI 2.2 Update রোলআউট করা হয়নি। অথচ PUBG Mobile এর জন্য এই আপডেট গত সেপ্টেম্বর মাসেই জারি করে দেওয়া হয়েছিল। সেই তখন থেকেই BGMI ইউজাররাও এই আপডেটের জন্য অপেক্ষা করছে। তবে ইন্টারনেটে এই সংক্রান্ত বেশ কিছু ফেক লিঙ্ক ভাইরাল হচ্ছে। আরও পড়ুন: LED টিভি বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক কিশোরের, জেনে নিন appliances-এ আগুন ধরার কারণ

क्या Battlegrounds Mobile India 2.2 আপডেটের সব ডাউনলোড লিঙ্কই কি ভুয়ো?

ইন্টারনেটে লেটেস্ট ভার্সন Battlegrounds Mobile India (BGMI) সার্চ করলেই বেস কিছু লিঙ্ক পাওয়া যায়। এর মধ্যে কিছু লিঙ্ক আবার টুইটারেও ট্রেন্ড হয়েছে। অথচ গেমের ডেভেলপার ক্রাফটন এখনও পর্যন্ত BGMI এর 2.2 আপডেট ভার্সন রোলআউট করেনি। তাই খুব স্বাভাবিক ভাবেই ইন্টারনেটের এইসব ডাউনলোড লিঙ্ক ফেক এবং আনঅফিসিয়াল।

আনঅফিসিয়াল লিঙ্কের মাধ্যমে Battlegrounds Mobile India (BGMI) গেমটি ডাউনলোড করলে ইউজারদের ফোন বা ট্যাবলেটে ভাইরাসের প্রভাব পরতে পারে। তাই গেমের প্লেয়ারদের বর্তমানে আনঅথরাইজড লিঙ্কের মাধ্যমে গেমের অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকা উচিত। আরও পড়ুন: Airtel 5G Plus : এই স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে Airtel 5G পরিষেবা, দেখে নিন আপনার ফোন লিস্টে আছে কি না

বিপদের মুখে BGMI ইন-গেম অ্যাকাউন্টও

ম্যালওয়্যার ইনস্টল ছাড়াও আনঅথরাইজড লিঙ্ক থেকে গেম ডাউনলোড করলে ইউজারদের ইন-গেম অ্যাকাউন্টেও ঝুঁকি থাকবে। আনঅথরাইজড সোর্স থেকে ডাউনলোড প্রসঙ্গে FAQ এর উত্তর দেওয়ার সময় ক্রাফটন আনঅফিসিয়াল ও আনঅথরাইজড লিঙ্ক ব্যাবহার করে গেম ডাউনলোড করার বিরুদ্ধে জবার দিয়েছে।

অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে গেম ডাউনলোড

আনঅথরাইজড লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে গেম খেললে শুধুমাত্র ম্যালওয়্যার নয়, ইউজারদের ইন-গেম অ্যাকাউন্টেও যথেষ্ট ঝুঁকি থাকে। ক্রাফটন তাদের ইউজারদের উদ্দেশ্যে অফিসিয়াল নোটিশের মাধ্যমে স্পষ্ট জানিয়েছে আনঅথরাইজড সোর্স থেকে গেম ডাউনলোড করা কখনই উচিত নয়। ক্রাফটন বলেছে, “শুধুমাত্র অফিসিয়াল স্টোর থেকেই Battlegrounds Mobile India (BGMI) গেমটি ডাউনলোড করা উচিত। আনঅফিসিয়াল/ফেকড গেম ক্লায়েন্টকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হবে না এমনকি ইউজারদের অ্যাকাউন্ট ব্যানডও করা হতে পারে।” আরও পড়ুন: মোবাইলে এই সেটিংসটি অন করলেই পাবেন 5G পরিষেবা, জেনে নিন পদ্ধতি

তাই আমরাও বলবো আনঅথরাইজড সোর্স থেকে Battlegrounds Mobile India (BGMI) গেম ডাউনলোড করা উচিত নয়। এছাড়া প্লেয়ারদের কোনো ধরনের হ্যাক, স্ক্রিপ্ট বা থার্ড পার্টি বুস্টার অ্যাপও ব্যাবহার করা উচিত নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here