BGMI আবার‌ও এক সপ্তাহের মধ্যে 87,961 টি একাউন্ট Permanent Ban করলো, এখনো বন্ধ হচ্ছে না Cheating করার ঘটনা

PUBG Mobile এর শূন‍্যস্থান পূরন করার জন্য আসা Battlegrounds Mobile India অর্থাৎ BGMI ও ইন্ডিয়াতে অনেকটাই প্রসিদ্ধ হয়েছে। অ্যান্ডয়েড এবং আইফোন দুইরকম ইউজার‌ই এই গেমটির আনন্দ উপভোগ করতে পারবেন। কিন্তু কিছু হ‍্যাকাররা মোবাইল গেমিঙের এই আনন্দ নষ্ট করার চেষ্টা করে চলেছে অনবরত। Karfton গেমটিকে বৈশিষ্ট্য বাঁচিয়ে রাখতে চায় এবং এই কারনেই কোম্পানি বিগত দিনে 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরে‌র মাঝে 87,961 টি Accounts Permanently Ban করেছে।

BGMI জানিয়েছে যে এই মোবাইল গেমটির ইউজাররা প্রতিনিয়ত হ‍্যাকিং, চিটিং এবং অন‍্যান‍্য অমান্য গতিবিধির রিপোর্ট করছে এবং কোম্পানি সবটাই গুরুত্ব দিয়ে দেখছে। এই কারনেই গেম ডেভলপাররা সেপ্টেম্বরে‌র শেষ সপ্তাহে শুধুমাত্র 7 দিনে মোট 87,961 টি একাউন্ট পারমানেন্ট ব‍্যান করেছে। এই ব‍্যানের পরে এই একাউন্ট গুলি থেকে কখনোই ব‍্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলতে পারবে না। কোম্পানি বলেছে যে বিজিএম‌আইয়ের টিম সর্বদাই এই রকম ঘটনার উপরে মনিটার করছে।

প্রত‍্যেক মাসেই ব‍্যান হচ্ছে লক্ষাধিক ইউজার

বলে দিই যে এটি প্রথমবার না যেখানে BGMI Game এর জন্য Krafton নিজের ইউজারদের ব‍্যান করেছে। এর আগে সেপ্টেম্বর মাসেই 10 সেপ্টেম্বর থেকে শুরু করে 16 সেপ্টেম্বরের মাঝে কোম্পানি মোট 59,247 টি একাউন্ট ব‍্যান করেছিল। এই একাউন্ট গুলি চিটিং এবং হ‍্যাকিং সহ অন‍্যান‍্য গতিবিধি‌ চালিয়েছে যা গেমের নিয়মের বিরুদ্ধে। এইভাবেই ব‍্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া 20 আগস্ট থেকে 26 আগস্টে‌র মাঝে মোট 1,95,423 টি একাউন্ট ব‍্যান করেছে।

BGMI এর টিম নিজের গেম প্লে একদমই খারাপ করতে চায়না। গেম ডেভলপারদের অনুযায়ী তাদের টিম সর্বদাই খেয়াল রাখছে যাতে গেমে কোনো রকমের হ‍্যাকিং বা চিটিং সম্বন্ধিত সমস্যা‌র সম্মুখীন না হতে হয়। স্থায়ী ভাবে এই একাউন্ট গুলি ব‍্যান করে BGMI ডেভলপাররা আবার‌ও প্রমাণ করে দিলো যে তারা তাদের গেম প্ল‍্যাটফর্মকে পরিস্কার রাখতে।চায়। বলে দিই যে কোম্পানি নিজের ওয়েবসাইটে জানিয়েছে যে প্লেয়ারদের কোন-কোন কথা মাথায় রেখে গেম খেলতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here