Amazon Great Republic Day Sale এ কম দামে কিনুন এইসব ফোন ও হোম অ্যাপ্লায়েন্স

ইতিমধ্যে Amazon Great Republic Day Sale শুরু হয়ে গেছে। যারা কোনো নতুন প্রোডাক্ট কেনার কথা ভাবছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। এই সেলে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন সহ বিভিন্ন ক্যাটাগরির অন্যান্য প্রোডাক্টে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও আমাজন থেকে এই সময় কেনাকাটা করার জন্য এসবিআই ক্রেডিট কার্ড বা ইএমআই ব্যাবহার করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কিছু সেরা ডিল সম্পর্কে।

ফোনের বেস্ট ডিল

Apple iPhone 13

Deal price

Amazon Great Republic Day Sale উপলক্ষে iPhone 13 এর দামে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনের অন্যতম ফিচার এই ফোনের 12MP আলট্রা এবং 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। এর সঙ্গে এই ফোনে 12MP ট্রু ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা নাইট মোড এবং 4K ডলবি ভিশন এইচডিআর রেকর্ডিং সাপুরত করে। এছাড়াও এই ফোনের সিনেমেটিক মোড এবং ফটোগ্রাফিক স্টাইল ব্যাবহার করে ইউজাররা নিজের পছন্দের শট ক্যাপচার করতে পারেন। এই মজবুত ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের জন্য তৈরি করা হয়েছে।

  • সেল প্রাইস: 59,990 টাকা
  • ডিলপ্রাইস: 48,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Galaxy S23 5G

আমাজন সেলে Samsung Galaxy S23 5G ফোনের দামে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেট সাপোর্টেড 6.1-ইঞ্চির ডায়নামিক AMOLED 2X QHD+ ডিসপ্লে রয়েছে। এতে দীর্ঘ পাওয়ার ব্যাকআপের জন্য 3,900mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনে 50MP নাইটোগ্রাফ প্রো গ্রেড ক্যামেরা সেটআপ এবং 12MP ফ্রন্ট সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটিতে IP68 রেটিং রয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোম্পানি স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করেছে।

  • সেল প্রাইস: 89,999 টাকা
  • ডিলপ্রাইস: 54,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Honor 90 5G

মিড রেঞ্জ ফোন Honor 90 5G কেনার এটি সুবর্ণ সুযোগ। এই ফোনে সুন্দর ভিজুয়ালের জন্য 2664x1200p হাই রেজোলিউশন, 100 শতাংশ DCI-P3 কালার গামুট, 1600 নিটস ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্টেড 6.7 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে 1/1.4-ইঞ্চির 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে।

  • সেল প্রাইস: 47,999 টাকা
  • ডিলপ্রাইস: 25,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Redmi Note 13 5G

Redmi Note 13 5G ফোনটি একটি সুন্দর মিড রেঞ্জ স্মার্টফোন অপশন। এই ফোনে 1,000nits পীক ব্রাইটনেস এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন সহ 6.67-ইঞ্চির FHD+ pOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 3X ইন সেন্সর জুম সহ 108MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর 5G প্রসেসর রয়েছে। এছাড়াও এতে IP54 রেটিং আছে।

  • সেল প্রাইস: 17,999 টাকা
  • ডিলপ্রাইস: 16,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Best deals on washing machines

LG 7 Kg 5 Star Inverter Touch Panel Fully-Automatic Front Load Washing Machine with In-Built Heater

LG 7 Kg 5 Star Fully-Automatic Washing Machine এ এমন কিছু ফিচার রয়েছে যা এটিকে এর রেঞ্জের অন্যান্য মেশিনের তুলনায় অনবদ্য করে তোলে। দ্রুত কাপড় শোকানোর জন্য এতে 1,200 আরপিএম মোটর রয়েছে। এটি স্টিম এবং ডাইরেক্ট ড্রাইভ টেকনোলজিতে কাজ করে। এতে কটন, মিক্স, বেবি কেয়ার, স্পোর্টস ওয়্যার, ডেলিকেট, উল, রিন্স + স্পিন, স্টিম সাইকেল সহ কাপড়ের জন্য বিভিন্ন ওয়াশিং মোড রয়েছে। এতে স্টেইনলেস স্টিল ড্রাম আছে। এছাড়াও এতে টাব কলিং, স্মার্ট ডায়গনোসিস সিস্টেম, টাচ প্যানেল, চাইল্ড লক, কীজ কেয়ারের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে।

  • সেল প্রাইস: 38,999 টাকা
  • ডিলপ্রাইস: 26,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung Fully-Automatic Top Load Washing Machine

স্যামসাঙের এই সস্তা ফুললি অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিনে স্মুথ অপারেশ্ন পাওয়া যায়। এতে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি রয়েছে। এর ম্যাজিক ফিল্টার ফিচার কাপড়ের অতিরিক্ত তুলো সরিয়ে পরিষ্কার কাপড় বার করে। এই ওয়াশিং মেশিনে 9 ওয়াশ প্রোগ্রাম পাওয়া যায়। এই মেশিনে অটো রিস্টার্ট ফাংশন রয়েছে, যার ফলে বিদ্যুৎ চলে গেলে ওয়াশিং সাইকেল আবার ওই সময় থেকেই চালু হয়। এই মেশিনের ডায়মন্ড ড্রাম এবং ইকো টাব ক্লিন ফাংশন টাব পরিষ্কার রাখতে শায়তা করে।

  • সেল প্রাইস: 27,000 টাকা
  • ডিলপ্রাইস: 19,490 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Best deals on refrigerators

LG 322 L 3-Star Frost-Free Smart Inverter Double Door Refrigerator

এলজির 322-লিটার রেফ্রিজারেটর একটি ডবল ডোর রেফ্রিজারেটর। এই ফ্রিজ বড় পরিবারেও সহজেই ব্যাবহার করা যায়। এতে 81 লিতারের ক্ষমতাসম্পন্ন বড় ফ্রিজার রয়েছে এবং 241 লিটার ফ্রেশ ফুড স্টোরেজ পাওয়া যায়। এতে এনার্জি এফিসিয়েন্ট স্মার্ট ইনভার্টার কমপ্রেসার রয়েছে। সব্জি টাটকা রাখার জন্য এতে ডিওডোরাইজারের সুবিধা পাওয়া যায়। কনভার্টেবল ফাংশনালিটির কারণে এক্সট্রা স্টোরেজ ক্রিয়েট করা যায়।

  • সেল প্রাইস: 46,999 টাকা
  • ডিলপ্রাইস: 34,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Samsung 465 L Frost Free Double Door Wi-Fi Embedded Refrigerator

স্যামসাঙের এই 465-লিটার ডবল ডোর রেফ্রিজারেটরে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে। এছাড়া এতে রিয়েল টাইম মনিটরিং এবং অ্যালার্টের সুবিধা রয়েছে। এটি অ্যাডভান্স অল অ্যারাউন্ড কুলিং ব্যাবহার করে, যা তাপমাত্রা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ঠাণ্ডা করে। পাওয়ারফুল ফিচারের দৌলতে এই ফ্রিজ মাত্র একটি বাটনের টাচেই ইনস্ট্যান্ট ঠাণ্ডা করতে পারে। এটি ডিজিটাল ইনভার্টারের পাশাপাশি এনার্জি এফিসিয়েন্ট। এই ফ্রিজে একটি সফট ফ্রিজ মোডও রয়েছে। এই ফিচার মাছ ও মাংসের মতো খাদ্যবস্তুকে আরও উন্নতভাবে ফ্রেশ রাখে যার ফলে শেলফ লাইফ বেড়ে দ্বিগুণ হয়ে যায়।

  • সেল প্রাইস: 78,990 টাকা
  • ডিলপ্রাইস: 57,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Best deals on water dispensers

Voltas Plastic Pearl Water Dispenser

Voltas Plastic Pearl Water Dispenser এর ধারণ ক্ষমতা 3.2-লিটার। এর ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। এতে গরম, সাধারণ এবং ঠাণ্ডা জলের জন্য তিনটি নলের সুবিধা আছে। এতে দীর্ঘ দিন পর্যন্ত ব্যাবহারের জন্য মজবুত প্লাস্টিক প্যানেল সহ নলের ব্যাবহার করা হয়েছে।

  • সেল প্রাইস: 13,390 টাকা
  • ডিলপ্রাইস: 8,851 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Best deals on Treadmills

Fitkit FT100 Series (3.25HP Peak) DC-Motorized Treadmill

নিজেকে সুস্থ রাখার জন্য Fitkit FT100 Series DC-Motorized Treadmill একটি সুন্দর অপশন। এতে 3.25HP শক্তিশালী মোটর আছে এবং এটি 0.8 থেকে 14.8 প্রতি ঘণ্টা স্পীডে চলতে পারে। এতে 12 প্রিসেট প্রোগ্রাম পাওয়া যায়। এই ট্রেডমিলে অ্যান্টি স্কিড রানিং লেভেল, মাল্টি পার্পজ ওয়ার্কআউট স্টেশন, হ্যান্ড হেল্ড হার্ট রেট মনিটরিঙের সুবিধা পাওয়া যায়।

  • সেল প্রাইস: 27,499 টাকা
  • ডিলপ্রাইস: 25,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here