এয়ারটেল ইউজারদের জন্য বেস্ট প্রিপেইড প্ল‍্যান, ডেটার সঙ্গে পাওয়া যাবে কলিং ফ্রি

যদি আপনি এয়ারটেল গ্ৰাহক হন এবং নিজের জন্য কোনো ভালো প্ল‍্যান খোজ করছেন যেখানে কলিং, ম‍্যাসেজিং ও ডেটা একসাথে পাওয়া যাবে তবে আমরা আপনার জন্য চারটি প্ল‍্যান বেছে রেখেছি। এই প্ল‍্যানগুলি ভারতের যে কোনো প্রিপেইড এয়ারটেল গ্ৰাহক ব‍্যবহার করতে পারবেন। প্ল‍্যানগুলিতে একসাথে অনেক কল, এস‌এম‌এস ও ডেটার সুবিধা পাওয়া যায়।

এয়ারটেলের 199 টাকার প্ল‍্যান
এটি এয়ারটেলের মাসিক প্ল‍্যান। 199 টাকার এই প্ল‍্যানে প্রতিদিন 1.4 জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলের সুবিধা পাওয়া যায় এবং এর সঙ্গে ফ্রি ইনকামিং ও আউটগোয়িং রোমিং উপভোগ করা যায়। এছাড়া প্রতিদিন 100টি করে এস‌এম‌এস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এই প্ল‍্যানটি 2জি, 3জি ও 4জি নেটওয়ার্কের সঙ্গে যে কোনো ডিভাইসে ব‍্যবহার করা যায়।

এয়ারটেলের 199 টাকার প্ল‍্যান
এয়ারটেলের 199 টাকার প্ল‍্যানে ডেটা বেনিফিট অনেক বেশি। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 70 দিন এবং এতে প্রতিদিন 1.4 জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ 70 দিনে মোট 98 জিবি ডেটা পাওয়া যাবে। ডেটার সঙ্গে সব লোকাল ও ন‍্যাশানাল কল সম্পূর্ণ ফ্রি। এছাড়া রোমিঙে থাকলেও ইনকামিং বা আউটগোয়িং কলের জন্য কোনো চার্জ দিতে হবে না। এই প্ল‍্যানেও প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। এই প্ল‍্যানটি 2জি, 3জি বা 4জি যে কোনো নেটওয়ার্কেই করা যায়।

এয়ারটেলের 448 টাকার প্ল‍্যান
যদি কেউ দীর্ঘ দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান তবে 448 টাকার প্ল‍্যানটি তার জন্য বেস্ট।
এয়ারটেলের 199 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 82 দিন এবং এই প্ল‍্যানেও প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ 82 দিনে মোট 114.8 জিবি ডেটা উপভোগ করা যায়। এতে লোকাল ও ন‍্যাশানাল সহ সব ধরনের রোমিং কল সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। এছাড়া এই প্ল‍্যানে প্রতিদিন 100টি ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যায়।

এয়ারটেলের 509 টাকার প্ল‍্যান
এয়ারটেল প্রিপেইড গ্ৰাহকদের জন্য পুরো তিন মাসের জন‍্য‌ও একটি প্ল‍্যান আছে যার দাম 509 টাকা। এয়ারটেলের 509 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 90 দিন এবং এই প্ল‍্যানে প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ 90 দিনে মোট 126 জিবি ডেটা উপভোগ করা যাবে। কোম্পানির অন‍্যান‍্য প্ল‍্যানের মতো এতেও সব ধরনের লোকাল ও ন‍্যাশানাল ভয়েস কল ফ্রিতে করা যাবে। এছাড়া প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে।

এয়ারটেলের প্রিপেইড ইউজার কিভাবে ব‍্যালেন্স চেক করবেন
এয়ারটেল প্রিপেইড গ্ৰাহকদের ব‍্যালেন্স ও ভ‍্যালিডিটি চেক করতে তার ফোন থেকে *121# ডায়াল করতে হবে। এরপর ফোনের স্ক্রিনে সেই নাম্বার সম্পর্কিত সব তথ্য দেখা যাবে। যেমন: মাই অফার, ডেটা অফার ও টক টাইম অফার। প্রয়োজন অনুযায়ী তথ্য জানতে ফোন থেকে ব‍্যালেন্স ও ভ‍্যালিডিটি চেক করতে নাম্বার ডায়াল করলে সব তথ্য জানা যাবে। এছাড়া 121 এ কল করেও জনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here