Blaupunkt নিয়ে এল 43 ইঞ্চি QLED এবং 55 ইঞ্চি Google TV, কম দামে পাওয়া যাবে দারুণ ফিচার

Highlights

  • দুটি দারুণ স্মার্ট টিভি পেশ করেছে Blaupunkt।
  • কোম্পানির পক্ষ থেকে 43-ইঞ্চি এবং 55 ইঞ্চি Google TV লঞ্চ করা হয়েছে।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই টিভি সেল করা হবে।

ভারতে Blaupunkt এর স্মার্ট টিভির দারুণ চাহিদা রয়েছে। কোম্পানি এবার 43-ইঞ্চির QLED এবং 55 ইঞ্চির Google TV পেশ করেছে। সবচেয়ে বড় কথা বাজারে উপস্থিত বিভিন্ন টিভি যেখানে বেশি দামে সেল করা হয়, সেখানে দাঁড়িয়ে এই টিভি একই ফিচার সহ কম দামে বিক্রি করা হবে। এই পোস্টে লেটেস্ট স্মার্ট টিভির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: সস্তায় স্মার্ট ওয়াচ কেনার সুবর্ণ সুযোগ

Blaupunkt QLED এবং Google TV এর দাম

  • Blaupunkt 43 ইঞ্চি QLED (43QD7050) এর দাম 28,999 টাকা রাখা হয়েছে।
  • একইভাবে Blaupunkt 55 ইঞ্চি Google TV (55CSGT7023) 34,999 টাকা দামে সেল করা হবে।
  • এই দুটি মডেলই শপিং সাইট Flipkart এর মাধ্যমে সেল করা হবে।
  • ইউজাররা ICICI, Kotak এবং Axis Bank এর ক্রেডিট কার্ড ব্যাবহার করে এই টিভি কিনলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
  • এছাড়া ব্র্যান্ডের অন্যান্য টিভিতেও অসাধারণ ছাড় দেওয়া হচ্ছে।
  • 8 থেকে 15 অক্টোবরের মধ্যে ফ্লিপকার্টে Big Billion Days festive sale উপলক্ষে এই ডিসকাউন্ট পাওয়া যাবে।

Blaupunkt 43 ইঞ্চি QLED টিভির স্পেসিফিকেশন

  • Blaupunkt এর এই টিভিতে QLED 4K স্ক্রিন রয়েছে। এটি HDR10+, Dolby Vision এবং 1.1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এইসব ফিচারের কারণে এতে সুন্দর ভিউয়িং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • সুন্দর অডিওর জন্য এতে ডলবি অডিও ফিচার যেমন Dolby Atmos এবং Dolby Digital Plus টেকনোলজি দেওয়া হয়েছে। এর সঙ্গে DTS ট্রুসারাউন্ড সাউন্ড, 50 ওয়াট স্পিকার, ভার্সেটাইল সাউন্ড মোড রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এই টিভিতে ব্লুটুথ 5.0, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং গুগল অ্যাসিস্ট্যান্ট রিমোট দেওয়া হয়েছে।
  • এতে বিল্ট ইন ক্রোমকাস্ট এবং Airplay সাপোর্ট করে। এছাড়াও এই টিভিতে বেশ কিছু অ্যাপ চালানোর সুবিধা পাওয়া যায়।

Blaupunkt 55 ইঞ্চি Google TV এর স্পেসিফিকেশন

  • Blaupunkt 55 ইঞ্চি গুগল টিভিতে 4K HDR10+ ডিসপ্লে স্ক্রিন, 1.1 বিলিয়ন কালার সাপোর্ট করে।
  • এতে MT9062 প্রসেসর এবং মালী-জি52 GPU রয়েছে। এছাড়াও এতে 2GB RAM এবং 16GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • অডিও এক্সপেরিয়েন্সের জন্য এই টিভিতে সিনেমেটিক সাউন্ড কোয়ালিটি, ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসাউন্ড টেকনোলজি সহ 60W স্টেরিও স্পিকার রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ 5.0, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, গুগল অ্যাসিস্ট্যান্ট রিমোট, 3 HDMI, 2 ইউএসবি পোর্ট রয়েছে।
  • Blaupunkt 55 গুগল টিভিতে বিল্ট ইন ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে ফিচার রয়েছে। এই টিভি গুগল টিভি প্ল্যাটফর্মে রান করে।
  • এছাড়া এতে বেশ কিছু অ্যাপ ইনস্টল এবং ব্যাবহার করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here