180 দিন ভ্যালিডিটির এই BSNL প্ল্যানে ভয়েস কল ছাড়াও পাওয়া যায় প্রতিদিন 2GB ডেটা, জেনে নিন বিস্তারিত

Highlights

  • BSNL এর এই সুন্দর প্ল্যানের দাম 397 টাকা।
  • এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি SMS ও পাওয়া যায়।
  • রিচার্জের বিভিন্ন ফ্রি বেনিফিট 60 দিন পর্যন্ত উপভোগ করা যাবে।

সরকারি টেলিকম কোম্পানি BSNL বর্তমানে সাধারণ মানুষদের নিজেদের প্রতি আকর্ষণ করার জন্য বিভিন্ন প্ল্যান পেশ করে চলেছে। এই পোস্টে এমনই একটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান সম্পর্কে আলোচনা করা হল। এই প্ল্যানে ফ্রি ভয়েস কলিং, ইন্টারনেট ডেটা এবং এসএমএস ছাড়াও দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যায়। BSNL ইউজারদের জন্য 400 টাকারও কম দামের এই প্ল্যানটি যথেষ্ট সুবিধার হবে বলে মনে করা হচ্ছে এবং এই প্ল্যানটি জিও ও এয়ারটেলের অনেক দামি প্ল্যানও যথেষ্ট পিছিয়ে। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে OnePlus 11 5G স্মার্টফোনের প্রি-অর্ডার, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

BSNL এর 397 টাকার প্ল্যান

আগেই বলা হয়েছে BSNL এর এই প্ল্যানটির দাম 400 টাকারও কম অর্থাৎ 397 টাকা। এটি কোম্পানির একটি প্রিপেইড প্ল্যান। এই প্ল্যানটি মার্কেটে 400 টাকার রেঞ্জে Jio, Airtel এবং Vodafone এর সমস্ত প্ল্যানকে টক্কর দেয়। নিচে এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে জানানো হল।

পাওয়া যায় 120GB ডেটা

এই প্ল্যানে প্রতিদিন 2জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হয়। প্ল্যানটিতে মোট 120জিবি ডেটা পাওয়া যায়। জানিয়ে রাখি এই প্ল্যানের সমস্ত বেনিফিট মাত্র 60 দিন পর্যন্তই কার্যকর। তবে জানিয়ে রাখি এই প্ল্যানের সম্পূর্ণ ভ্যালিডিটি 180 দিন। অথচ সমস্ত সুবিধা মাত্র 60 দিন! আরও পড়ুন: 108MP প্রাইমারি ক্যামেরা এবং Snapdragon 695 প্রসেসরসহ লঞ্চ হল Oppo Reno 8T 5G স্মার্টফোন, জেনে নিন দাম

ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটির সঙ্গে সঙ্গে এই প্ল্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস অর্থাৎ মোট 6000 এসএমএস দেওয়া হয়। মূলত যারা দীর্ঘ মেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে। তবে সমস্যা হল রিচার্জের 60 দিন পর ভয়েস কল, এসএমএস বা ইন্টারনেট ডেটা উপভোগের জন্য আলাদাভাবে কোনো ভাউচার রিচার্জ ক্রাতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here