BSNL লঞ্চ করেছে 58 টাকা এবং 59 টাকা দামের দুটি নতুন প্ল্যান, জেনে নিন বেনিফিট

BSNL দীর্ঘদিন ধরেই তাদের ইউজারদের জন্য সস্তা এবং আকর্ষণীয় প্ল্যান পেশ করে চলেছে। যারা দামি রিচার্জ প্ল্যানের কারণে বিরক্ত তাদের জন্য সুখবর রয়েছে, কারণ কোম্পানি দুটি নতুন সস্তা প্ল্যান লঞ্চ করেছে। সরকারি টেলিকম কোম্পানি BSNL মাত্র 100 টাকার চেয়ে কম দামে দুটি প্ল্যান পেশ করে ইউজারদের অবাক করে দিয়েছে। কোম্পানি এই দুটি নতুন প্ল্যানের দাম এবং বেনিফিট সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

BSNL এর 58 এবং 59 টাকা দামের নতুন প্ল্যান

BSNL এর এই দুটি প্ল্যানের দাম যথাক্রমে 58 টাকা ও 59 টাকা এবং এই প্ল্যানদুটি ডেটা প্ল্যান হিসাবে পেশ করা হয়েছে। এতে কোম্পানির পক্ষ থেকে ডেইলি ডেটা দেওয়া হয়। উপস্থিত প্ল্যানের দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে এই দুটি প্ল্যানের ডেটা ব্যাবহার করতে পারবেন।

কোম্পানির যেসব ইউজারদের বেশি পরিমাণ ডেটা প্রয়োজন হয় এই প্ল্যানদুটি তাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে। নিচে এই দুটি প্ল্যান সম্পর্কে জানানো হল।

BSNL এর 58 টাকা দামের প্ল্যান

কোম্পানির 58 টাকা দামের প্ল্যানে 7 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন ইউজারদের 2GB করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 14GB ডেটা উপভোগ করা যায়।

BSNL এর 59 টাকা দামের প্ল্যান

BSNL এর 59 টাকা দামের প্ল্যানেও 7 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 7GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়া ভয়েস কলিংও পাওয়া যাবে।

শেষ হতে চলেছে BSNL 4G এর অপেক্ষা

জানিয়ে রাখি PTI এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল BSNL এর আধিকারিকরা জানিয়েছেন আগস্ট মাস থেকে দেশে BSNL এর 4G সার্ভিস রোল আউট করা শুরু হয়ে যাবে। রিপোর্টে আরও বলা হয়েছে BSNL 4G নেটওয়ার্কে 40-45mbps পর্যন্ত স্পীড পাওয়া যাবে। এছাড়া BSNL 4G সার্ভিস 700 মেগাহার্টস ব্যান্ডে লঞ্চ করা হবে এবং পাইলট প্রোজেক্ট হিসাবে 2,100Mhz ব্যান্ড ব্যাবহার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here