ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর কাছে তাদের ইউজারদের জন্য বিভিন্ন ক্যাটাগরির রিচার্জ প্ল্যান রয়েছে। কোম্পানির কাছে কম দামের ভ্যালু ফর মানি প্ল্যানও আছে। যারা এক বছরের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই পোস্টটি বিশেষ সুবিধার হতে চলেছে। এই পোস্টে BSNL এর একটি সস্তা প্ল্যান এবং সেই প্ল্যানের বেনিফিট সম্পর্কে আলোচনা করা হল।
এক বছরের ভ্যালিডিটি সহ BSNL প্ল্যান
BSNL এর এই প্রিপেইড প্ল্যানের দাম 1,198 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানটির প্রতিদিন খরচ হয় প্রায় 3.50 টাকা। অর্থাৎ দৈনিক মাত্র 3.50 টাকা খরচ করে ইউজাররা অজস্র বেনিফিট পাবেন।
BSNL এর 1,198 টাকা দামের প্ল্যান
এই প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে 3GB হাই স্পীড 3G/4G উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে প্রতি মাসে 30 এসএমএস পাঠানো যায়।
এই প্ল্যানটি নিলে ইউজাররা প্রতি মাসে 300 ফ্রি কলিং মিনিট পাবেন। এর সঙ্গে ফ্রি ন্যাশনাল রোমিং পাওয়া যাবে। যার ফলে ভারতের যে কোনো স্থানে গিয়ে ইউজাররা নিশ্চিন্তে যতক্ষণ ইচ্ছা ফ্রি ইনকামিং কল উপভোগ করতে পারবেন, এর জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না।
বর্তমানে দেশের বিভিন্ন প্রাইভেট টেলিকম কোম্পানির প্ল্যানের দাম যথেষ্ট বেশি, তাই BSNL এর এই সস্তা প্ল্যান ইউজারদের জন্য একটি ভালো সস্তা অপশন হয়ে উঠতে পারে। তবে মনে রাখা দরকার এখনও পর্যন্ত BSNL শুধুমাত্র 3G সার্ভিস দিয়ে চলেছে। কিন্তু অদূর ভবিষ্যতে কোম্পানি তাদের 4G এবং 5G সার্ভিস লাইভ করার চেষ্টা করে চলেছে।