BSNL 5G Launch: Airtel-Jio কে চাপে ফেলতে আসছে BSNL 5G, এই দিন লঞ্চ হবে কোম্পানির 5G সার্ভিস

BSNL ইউজারদের 5G পরিষেবা উপভোগ করার জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2022 এর মঞ্চে দাঁড়িয়ে দেশের টেলিকম মিনিস্টার Ashwini Vaishnaw জানিয়েছেন আগামী বছর অর্থাৎ 2023 সালের 15 আগস্ট BSNL ভারতে তাদের 5G পরিষেবা চালু করবে। ET Telcom এর রিপোর্ট অনুযায়ী BSNL 5G সার্ভিস স্বদেশী টেকনোলজি ব্যাবহার করে তৈরি করা হবে এবং Airtel ও Jio এর 5G পরিষেবার সঙ্গে টক্কর দেবে। জানিয়ে রাখি Airtel ইতিমধ্যে দেশে 5G রোলআউট করা শুরু করে দিয়েছে এবং Jio এই মাসের শেষের দিকে তাদের 5G সার্ভিস চালু করতে পারে।

Amazon Great Indian Festival Sale এ হোম অ্যাপ্লায়েন্স এ পাবেন বিশেষ ছাড়, দেখে নিন সেরা ডিল গুলি

200টিরও বেশি শহরে 5G সার্ভিস

Ashwini Vaishnaw জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে দেশের 200টিরও বেশি শহরে 5G পরিষেবা পাওয়া যাবে এবং আগামী কয়েক বছরের মধ্যে ভারতের 80-90 শতাংশ অঞ্চলে 5G সার্ভিস চালু করার চেষ্টা করা হচ্ছে।

সস্তা হবে 5G

IMC 2022 এর মঞ্চে Ashwini Vaishnaw বলেছেন, “5G পরিষেবাও সস্তা হবে। এখনও পর্যন্ত Airtel ও Jio তাদের 5G পরিষেবার রেট সম্পর্কে ঘোষণা না করলেও উভয় কোম্পানি জানিয়ে দিয়েছে এর দাম বর্তমান 4G প্ল্যানের মতোই হবে। Jio আরও বলেছে তাদের 5G প্ল্যান গোটা বিশ্বে সবচেয়ে সস্তা হবে। এছাড়া ভারতে 5G এর স্পীড বর্তমান 4G পরিষেবার চেয়ে 10 গুণ বেশি হওয়ার সম্ভাবনা আছে।”

BSNL 4G-ও হতে চলেছে লঞ্চ

BSNL এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেজ (TCS) এক সঙ্গে 4G সার্ভিস পেশ করবে। এই প্রথম 4G পরিষেবার জন্য ভারতীয় টেকনোলজি ব্যাবহার করা হবে। BSNL এর ডাইরেক্টর Sushil Kumar Mishra স্বয়ং এই কথা জানিয়েছেন। জানিয়ে রাখি মাস কয়েক আগে কেন্দ্র সরকার টেলিকম সেক্টরে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ অর্থাৎ FDI এর ওপর অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সরকার টেলিকম কোম্পানিগুলিকে স্পেকট্রাম চার্জ এবং এজিআর এর বাকি দাম আগামী 4 বছরের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here