ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের ইউজারদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে BiTV নামক ‘ডাইরেক্ট টু মোবাইল টিভি সার্ভিস’ লঞ্চ করা হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে ইউজাররা 450টিরও বেশি টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন। OTT Play এর সঙ্গে যুগলবন্দী ঘটিয়ে BSNL তাদের ইউজারদের জন্য বিনামূল্যে এই পরিষেবা শুরু করেছে।
বাজেট প্ল্যানেও লাইভ টিভি
BSNL তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিয়েছে, ইউজাররা কোম্পানির মাত্র 99 টাকা দামের সস্তা প্ল্যান রিচার্জ করে কোনো খরচ ছাড়াই BiTV উপভোগ করা যাবে। অর্থাৎ এখন আরও সহজে স্মার্টফোনে লাইভ টিভি দেখা যাবে।
Great news for all BSNL users!
Enjoy FREE BiTV on every BSNL plan – Yes, even the Rs 99 voice-only plan!
Unlimited entertainment, no matter your plan. We’ve got you covered!#BSNLIndia #BiTV #UnlimitedEntertainment #StayConnected #BSNLForAll pic.twitter.com/8k3E37jqmw
— BSNL India (@BSNLCorporate) February 3, 2025
BiTV কি?
BiTV হল BSNL এর ডাইরেক্ট টু মোবাইল সার্ভিস। এতে ইউজাররা 450টিরও বেশি লাইভ টিভি চ্যানেল, ওয়েব সিরিজ এবং ফিল্ম দেখতে পারবেন। এর ট্রায়াল ফেজে কোম্পানির পক্ষ থেকে 300টিরও বেশি টিভি চ্যানেল দেওয়া হয়েছিল। বর্তমানে এই সার্ভিস BSNL সিম কার্ডের সঙ্গে সম্পূর্ণভাবে ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে।
কোনো অতিরিক্ত খরচ ছাড়াই BiTV
BSNL ইউজাররা যে কোনো BSNL প্ল্যানের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে BiTV উপভোগ করতে পারবেন। BiTV অ্যাপ ব্যাবহার করে এই পরিষেবা পাওয়া যাবে। এর মাধ্যমে ইউজাররা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা নিজদের পছন্দের মুভি এবং শো দেখতে পারবেন।
BSNL ভয়েস অনলি প্ল্যান
- BSNL এর 99 টাকা দামের প্রিপেইড প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 17 দিন। প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এই প্ল্যানটি মূলত একটি কলিং ভাউচার এবং এতে শুধুমাত্র কলিং বেনিফিট পাওয়া যায়। এছাড়া এতে এসএমএস বা ডেটা পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি ভারতের কোলকাতা, দিল্লি, মুম্বাইয়ের মতো মেট্রো সার্কেলের পাশাপাশি সমস্ত সার্কেলে কাজ করে।
- BSNL এর 439 টাকা দামের প্রিপেইড প্ল্যান: যেসব গ্রাহকরা মিডিয়াম-টার্ম ভ্যালিডিটির সঙ্গে ভয়েস কল ও এসএমএস বেনিফিট চান তাদের জন্য এই প্ল্যানটি একটি সেরা অপশন। এই প্ল্যানে 90 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকদের মোট 300 SMS দেওয়া হয়। তবে এই প্ল্যানটি ভয়েস ও এসএমএস সেন্ট্রিক হওয়ার কারণে এতে কোনো ডেটা বেনিফিট পাওয়া যায় না।