এবার হতাশ BSNL ইউজাররা, কোম্পানি বন্ধ করে দিয়েছে এই প্ল‍্যান

টেলিকম ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন প্রাইভেট কোম্পানিগুলি তাদের প্ল‍্যানের দাম বাড়িয়ে গ্ৰাহকদের সমস‍্যার সৃষ্টি করেছে তেমনই অন‍্যদিকে দেশের সরকারি কোম্পানিও নতুন পদক্ষেপ নিয়েছে। Airtel, Vodafone Idea ও Jio কোম্পানির পক্ষ থেকে তাদের প্ল‍্যানের দাম বৃদ্ধি করার পর এবার BSNL ইউজারদের জন্য নতুন খবর পাওয়া গেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের একটি এন্ট্রি লেভেল ভারত ফাইবার (FTTH) ব্রডব্যান্ড ইন্টারনেট প্ল্যান পাকাপাকিভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের 499 FTTH প্ল‍্যানটি তাদের সমস্ত সার্কেলে বন্ধ করে দেওয়া হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই প্ল‍্যানে কি বেনিফিট পাওয়া যেত।

প্ল‍্যানের বেনিফিট

BSNL 499 FTTH প্ল‍্যানে ইউজারদের মোট 100 জিবি ডেটা দেওয়া হত। প্ল‍্যানের 100 জিবি ডেটা 50 এমবিপিএস স্পীডে ব‍্যবহার করা যায়। এই নির্দিষ্ট ডেটা শেষ হয়ে গেলে ডাউনলোড স্পীড কমে 2 এমবিপিএস হয়ে যায়।

এই প্ল‍্যানটি বন্ধ করার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ‘100GB CUL@Rs499’ প্ল‍্যানটি দেশের সমস্ত সার্কেলের নতুন গ্ৰাহকদের জন্য বন্ধ করা হচ্ছে। তবে বর্তমান গ্ৰাহকদের জন্য প্ল‍্যানটি চালুই থাকবে। আবার শোনা যাচ্ছে কোম্পানি ধীরে ধীরে তাদের ইউজারদের এই প্ল্যান থেকে অন্য ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল‍্যানে মাইগ্রেট করবে।

রিচার্জে পাওয়া যাচ্ছে ফুল টকটাইম

BSNL এর 60 টাকা ও 110 টাকার রিচার্জে গ্ৰাহকদের ফুল ভ‍্যালু অফার দেওয়া হচ্ছে। ফুল ভ‍্যালু অফার মানে এই প্ল‍্যানদুটি রিচার্জ করলে ফুল টকটাইম পাওয়া যাচ্ছে। উল্লেখ্য এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

BSNL এর 399 টাকা দামের প্ল‍্যান

BSNL এর প্রমোশনাল ভারত ফাইবার (এফটিটিএইচ) ব্রডব্যান্ড প্ল‍্যানের মধ্যে একটি ফাইবার এক্সপেরিয়েন্স 399 টাকার প্ল‍্যানটি তাৎক্ষণিকভাবে আগামী 90 দিনের জন্য আবার লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে। মনে করিয়ে দিই শুরুতে বিএস‌এন‌এলের প্ল‍্যানটি গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও কেরল সার্কেলে লঞ্চ করা হয়েছিল।

এরপর গত 17 অক্টোবর, 2021 তারিখে প্ল‍্যানটি অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়, কারণ এটি 90 দিনের প্রমোশনাল পিরিয়ডের জন্য লঞ্চ করা হয়েছিল। কিন্তু দীপাবলির শুভ লগ্নে কোম্পানি আবারও 90 দিনের জন্য প্ল‍্যানটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যেসব গ্ৰাহকরা কম খরচে ভালো ব্রডব্যান্ড প্ল‍্যান পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here