এই টেলিকম কোম্পানি বন্ধ করল 5টি ডেটা প্ল‍্যান, যেখানে পাওয়া যেত 2 জিবি ডেটা

ভারতীয় টেলিকম সেক্টরের ডেটা ওয়ার শেষ হ‌ওয়ার কোনো লক্ষণ‌ই দেখা যাচ্ছে না। আজকাল প্রায় প্রতিটি কোম্পানিই তাদের নতুন ও পুরোনো প্ল‍্যানে কম বেশি পরিবর্তন করে গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে। কিন্তু এবার একটি কোম্পানি নতুন প্ল‍্যান পেশ করার বদলে পুরোনো প্ল‍্যান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল‍্যানেই পাওয়া যাবে বেশি ডেটা

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) দীর্ঘদিন ধরেই তাদের নতুন ও পুরোনো প্রিপেইড প্ল্যানে পরিবর্তন করছে। বর্তমানে বিএস‌এন‌এল যে হারে তাদের প্ল‍্যানে পরিবর্তন করছে, তাতে বিভিন্ন প্রাইভেট কোম্পানি যেমন এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন এমনকি রিলায়েন্স জিওকে পর্যন্ত প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। তবে এবার কোম্পানি কয়েকটি এসটিভি প্ল‍্যান ডিসকন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছে।

টেলিকমটকের তথ্য অনুযায়ী বন্ধ করে দেওয়া প্ল‍্যানগুলির মধ্যে বেশিরভাগে ইউজারদের শুধুমাত্র ডেটা দেওয়া হতো। এই প্রতিটি প্ল‍্যানের দাম 549 টাকা থেকে 4,498 টাকার মধ্যে।

কাল লঞ্চ হবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা রেডমি নোট 7 ও নোট 7 প্রো, জেনে নিন কিভাবে দেখবেন লাইভ লঞ্চ ইভেন্ট

কোম্পানির 549 টাকার এসটিভি প্ল‍্যান এই লিস্টে প্রথম। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি ডেটা করে 60 দিন পাওয়া যেত। দ্বিতীয় প্ল‍্যানটি 561 টাকার, এই প্ল‍্যানে 80 দিনের জন্য প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যেত।

এছাড়া 2,798 টাকার এসটিভি প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি করে ডেটা দেওয়া হত। এবং 3,998 টাকা ও 4,498 টাকার এসটিভি প্ল‍্যানে যথাক্রমে 1.5 জিবি ও 2 জিবি ডেটা পাওয়া যেত। এই তিনটি প্ল‍্যানের ভ‍্যালিডিটি 365 দিন।

বন্ধ হ‌ওয়া 5টি প্ল‍্যানের একটিতেও ভয়েস কলের সুবিধা দেওয়া হত না, মনে করা হচ্ছে এটিই প্ল‍্যানগুলি বন্ধ করার সবচেয়ে বড় কারণ। কারণ কোনো ইউজার‌ই এত বেশি দাম দিয়ে এক বছরের জন্য শুধুমাত্র ডেটা প্ল‍্যান চাইবেন না। প্রসঙ্গত বিএস‌এন‌এল আপাতত তাদের এই প্ল‍্যানগুলি চেন্নাই ও তামিলনাড়ু সার্কেলে ডিসকন্টিনিউ করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here