কাল লঞ্চ হবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা রেডমি নোট 7 ও নোট 7 প্রো, জেনে নিন কিভাবে দেখবেন লাইভ লঞ্চ ইভেন্ট

শাওমি রেডমি নোট 7 কাল অর্থাৎ 28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে এক‌ই সঙ্গে রেডমি নোট 7 প্রোও লঞ্চ করা হতে পারে। রেডমি নোট 7 গত মাসে চীনে লঞ্চ করা হয়েছে।

2,000 কম দামে পাওয়া যাবে শাওমি রেডমি নোট 6 প্রো, জেনে নিন কিভাবে কিনবেন

মনে করা হচ্ছে রেডমি নোট 7 ও নোট 7 প্রোর সঙ্গে রেডমি গো ও মি স্পোর্টস ব্লুটুথ হেডসেট‌ও লঞ্চ করতে পারে। শাওমি এই ইভেন্ট দিল্লিতে সকাল 11:30টার সময় অনুষ্ঠিত করবে। এই ইভেন্ট শাওমির অফিসিয়াল টুইটার, ফেসবুক, ইউটিউব ও ইন্টাগ্ৰাম হ‍্যান্ডেলে লাইভ স্ট্রীম হবে।

রেডমি নোট 7 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
শাওমি রেডমি নোট 7 এ 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে কর্নিঙ গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হতে পারে। ভারতে এই ফোন কোয়ালকমের অক্টাকোর স্ন‍্যাপড্রাগন 636 এস‌ওসি প্রসেসরের সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে।

এমডব্লিউসিতে দেখা গেল ভারতীয় কোম্পানির দম, লঞ্চ হল 6 জিবি র‍্যাম, পপ আপ ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ওয়ালা স্মার্টফোন

সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে। এতে 3.3 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হতে পারে। মনে করা হচ্ছে ভারতে ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে। এর 3 জিবি/32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

রেডমি নোট 7 প্রোর সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী 28 ফেব্রুয়ারি রেডমি নোট 7 প্রোও লঞ্চ করা হতে পারে। লিকে বলা হয়েছে এই ফোনে স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট, 6.43 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন ও 48 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স586 প্রাইমারি সেন্সরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরার কথা বলা হচ্ছে। ভারতে এই ফোনটির‌ও দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে। এর 4 জিবি/64 জিবি ভেরিয়েন্ট 13,999 টাকা ও 6 জিবি/128 জিবি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here