ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) মাদার্স ডে উপলক্ষে ইউজারদের জন্য একটি দারুণ উপহার নিয়ে এসেছে। দেশের স্রক্সারি টেলিকম কোম্পানির পক্ষ থেকে দুটি প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। BSNL তাদের 1,499 টাকা এবং 1,999 টাকা দামের প্ল্যানে 29 দিন এক্সট্রা ভ্যালিডিটি দেওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ এবার ইউজাররা এই প্ল্যানদুটি রিচার্জ করে প্রায় এক মাস বেশি ভ্যালিডিটি উপভোগ করতে পারবেন।
BSNL মাদার্স ডে অফার
কোম্পানির পক্ষ থেকে তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে এই অফার সম্পর্কে জানিয়েছে। BSNL তাদের উপস্থিত ইউজারদের বেশি সুবিধা এবং অন্যান্য কোম্পানির ইউজারদের প্রাইভেট কোম্পানিগুলির চেয়ে আরও বেশি ভ্যালু দেওয়ার জন্য এই অফার জারি করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির 1,499 টাকা এবং 1,999 টাকা দামের প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
Special gift on the occasion of Mother's Day. Recharge for your mother and BSNL gives extra validity.
Offer valid from 7th May to 14th May 2025.Recharge via the BSNL Website – https://t.co/eiDdBNja1p
Or
Recharge through #BSNLSelfcareApp#MothersDayWithBSNL #BSNLIndia… pic.twitter.com/U4HWEp6jQ3— BSNL India (@BSNLCorporate) May 6, 2025
লিমিটেড টাইম পিরিয়ডের জন্য অফার
BSNL তাদের অফিসিয়াল পোস্টের মাধ্যমে জানিয়েছে 7 মে থেকে 14 মে, 2025 এর মধ্যে সিলেক্টেড প্রিপেইড প্ল্যানে ইউজাররা এক্সট্রা ভ্যালিডিটি উপভোগ করতে পারবেন। এই অফার উওভগ করার জন্য ইউজারদের শুধুমাত্র কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। কোম্পানি এই অফারের মাধ্যমে তাদের ইউজারদের এক্সট্রা বেনিফিট দেওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে রিচার্জ করার প্রতি অনুপ্রাণিতও করছে।
BSNL এর 1,499 টাকা দামের প্ল্যান
BSNL এর এই প্ল্যানে মোট 24GB হাই স্পীড ডেটা পাওয়া যায়। এর সঙ্গে এই প্ল্যানে ডেইলি 100 ফ্রি এসএমএস উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে কোম্পানির পক্ষ থেকে BiTV অ্যাক্সেস দেওয়া হয়। এর মাধ্যমে ইউজাররা 350টিরও বেশি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন।
এই প্ল্যানটিতে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। তবে মাদার্স ডে অফার হিসাবে এতে 365 দিন, অর্থাৎ এক বছর ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা দেশের যে কোনো নাম্বারে যত ইচ্ছা ভয়েস কল উপভোগ করতে পারবেন।
BSNL এর 1999 টাকা দামের প্ল্যান
BSNL এর এই প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। তবে বর্তমানে এক্সট্রা ভ্যালিডিটি সহ এতে মোট 380 ভ্যালিডিটি উপভোগ করা যাবে। এই প্ল্যানে মোট 600GB হাই স্পীড ডেটা দেওয়া হয়। এছাড়াও এতে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল পাওয়া যায়।