বিএস‌এন‌এল আনল 99 টাকা এবং 319 টাকার দুটি নতুন প্ল্যান, বিস্তারিত জেনে নিন

দেশের সবচেয়ে বড়।টেলিকম নেটওয়ার্ক এয়ারটেল কিছু দিন আগে 129 টাকার বিনিময়ে 28 দিনের জন্য ইন্টারনেট ও ভয়েস কলের সঙ্গে ফ্রি কলার টিউনের একটি প্ল্যান লঞ্চ করে। রেষারেষির বাজারে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারতীয় সঞ্চার নিগম লিমিটেডও দুটি নতুন প্ল্যান লঞ্চ করল। কোম্পানির তরফ থেকে 99 টাকা ও 319 টাকার প্ল্যানদুটি গ্রাহকদের অসাধারণ কিছু সুযোগ-সুবিধা দেবে।

জিও দিচ্ছে 8 জিবি 4জি ডেটা সম্পূর্ণ ফ্রি, জেনে নিন কিভাবে পাবেন এই সুবিধা

প্রথমত দুটি প্ল্যানই প্রিপেইড গ্রাহকদের জন্য। প্ল্যানদুটি ভয়েস প‍্যাকরূপে লঞ্চ হয়েছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়ার জন্য। 99 টাকার প্ল‍্যানটি 26 দিনের জন্য এবং 319 টাকার প্ল‍্যানটি 90 দিনের জন্য।

দুটি প্ল‍্যান‌ই লোকাল এবং এসটিডি সব নেটওয়ার্কে ফ্রি কলের সুবিধা দেবে, যা রোমিং-এও কাজ করবে। শুধু ভয়েস কল নয়, সঙ্গে আছে ফ্রি কলার টিউন সার্ভিস (পিআরবিটি)। গ্রাহক নিজের পছন্দের যে কোনো গান কলার টিউন হিসেবে ব‍্যবহার করতে পারবেন।

জিওর 8জিবি ফ্রি ডেটার টক্কবে আইডিয়া দিচ্ছে 10 জিবি 4জি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

অফারদুটি পুরো ভারতে চালু করে দেওয়া হয়েছে। মনে রাখবেন দুটি প্ল‍্যান‌ই ভয়েস প্ল্যান, আপনি কোনো ইন্টারনেট বা এস‌এম‌এস এর সুবিধা পাবেন না। মূলত যেসব গ্রাহক বেশি ভয়েস কল ব‍্যবহার করেন তাদের কথা মাথায় রেখেই কোম্পানি প্ল্যানদুটি লঞ্চ করেছে। যারা বেশি ইন্টারনেট ব‍্যবহার করেন তাদের অন‍্য প্ল্যান বেছে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here