জিওর 8জিবি ফ্রি ডেটার টক্কবে আইডিয়া দিচ্ছে 10 জিবি 4জি ডেটা, জেনে নিন কিভাবে পাবেন

রিলায়েন্স জিওর পক্ষ থেকে জানা গেছিল যে সমস্ত উপভোক্তাদের উপহারস্বরূপ 8 জিবি 4জি ডেটা ফ্রি দেবে। জিওর পর এখন আইডিয়াও ফ্রি ডেটা দেওয়ার ঘোষণা করেছে। আইডিয়া নিজের কাস্টমারদের ভোলটিই সার্ভিসের সঙ্গে 10 জিবি 4জি ডেটা দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। জিওর দেওয়া 8 জিবি ডেটা 4 দিন ভ‍্যালিডিটি ছিল, সেখানে আইডিয়ার দেওয়া 10 জিবি ডেটার কোনো ভ‍্যালিডিটি নেই।

আসলে আইডিয়া দেশের 6টি বড় টেলিকম সার্কেলে নিজের 4জি ভোলটিই সার্ভিস লঞ্চ করেছে। 2রা মে থেকে গুজরাট, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, মধ‍্যপ্রদেশ ও ছত্তিশগড়, মহারাষ্ট্র ও গোয়া সার্কেলে আইডিয়া 4জি ভোলটিই সেবা চালু হয়েছে। আইডিয়ার পক্ষ থেকে লঞ্চ হ‌ওয়া নতুন 4জি ভোলটিই সার্ভিসের খুশি উদযাপন করতেই আইডিয়া এই 10 জিবি 4জি ডেটা দিচ্ছে। যদি আপনিও উপরোক্ত কোনো সার্কেলে আইডিয়ার নম্বর ব‍্যবহার করছেন তাহলে জেনে নিন কিভাবে পাবেন 10 জিবি ফ্রি ডেটা।

1. 4জি ভোলটিই সাপোর্টেড ফোনে আইডিয়ার সিম ব্যবহার করুন।

2. স্মার্টফোন সফটওয়্যার আপডেট করুন।

3. আপডেট করার জন্য : সেটিংস -> সিস্টেম আপডেট -> ডাউনলোড অ্যান্ড ইনস্টল ম‍্যানুয়ালি।

শাওমির “রেডমি”কে টক্কর দিতে বাজারে আসতে চলেছে ওপ্পো-র নতুন ব্র‍্যন্ড “রিয়েলমি”, 15ই মে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোন

4. আপডেট হয়ে যাওয়ার পর ভোলটিই বাটন সুইচ অন করুন।

5. যে কোনো নম্বরে আইডিয়া ভোলটিই সার্ভিস ব‍্যবহার করে কল করতে পারবেন।

আইডিয়া নেটওয়ার্ক থেকে প্রথম ভোলটিই কল করার পর‌ই আপনি পেয়ে যাবেন 10 জিবি ফ্রি ডেটা। 48 ঘন্টার মধ্যে আপনার নম্বরে 10 জিবি ডেটা ক্রেডিট হয়ে যাবে। এই ডেটা আগে থেকে অ্যাক্টিভ যে কোনো ট‍্যারিফ প্ল্যানের সঙ্গে জুড়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here