BSNL এর বিশেষ অফারে প্রতিটি রিচার্জে পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট, জেনে নিন বিস্তারিত

প্রাইভেট টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকে, ইউজারদের BSNL এর প্রতি আগ্রহ বাড়ছে। সম্প্রতি BSNL জানিয়েছে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো কোনও পরিকল্পনা নেই। এবার দীপাবলির মরশুমে একটি বিশেষ অফার জারি করা হয়েছে। এই অফার হিসেবে কোম্পানির প্রতিটি রিচার্জে ছাড় দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার ডিটেইলস সম্পর্কে।

2 শতাংশ পাওয়া যাবে ডিসকাউন্ট

BSNL তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট X এর মাধ্যমে জানিয়েছেন 249 টাকা দামের রিচার্জ প্ল্যানে 2 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে ইউজারদের এই ছাড় পাওয়ার জন্য BSNL Selfcare App ব্যাবহার করতে হবে। ইউজাররা এই অ্যাপটি তাদের অ্যাপ স্টোর বা গুগল স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

BSNL এর 249 টাকা দামের বেশি টপ প্ল্যান

  1. BSNL এর 269 টাকা দামের রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে লোকাল এবং ন্যাশানাল আনলিমিটেড ভয়েস কলের বেনিফিট পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 30 দিনের ভ্যালিডিটি সহ 2GB ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস পাওয়া যায় এবং এতে BSNL টিউনও পাওয়া যাবে। একইসঙ্গে এই প্ল্যানে চ্যালেঞ্জেস অ্যারেনা গেমস, ইরোজ নাও এন্টারটেইনমেন্ট, লিসটেন পডকাস্ট সার্ভিসেস, হার্ডি মোবাইল গেম সার্ভিস, লোকধুন এবং জিং মতো সাবস্ক্রিপশনও দেওয়া হয়।
  2. BSNL এর 298 টাকা দামের রিচার্জ প্ল্যান: BSNL এর এই 52 দিনের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানে লোকাল এবং এসটিডিতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা সহ প্রতিদিন 100 এসএমএসের বেনিফিট রয়েছে। এই প্ল্যানে ফ্রি ইরোজ নাও এন্টারটেইনমেন্ট সার্ভিসের সুবিধা পাওয়া যায়।
  3. BSNL এর 299 টাকা দামের রিচার্জ প্ল্যান: BSNL এর এই রিচার্জ প্ল্যান মুম্বাই এবং দিল্লী এবং লোকাল, এসটিডি এবং রাষ্ট্রীয় রোমিঙের ক্ষেত্রেও আনলিমিটেড কলের সুবিধা রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা এবং 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতদিন 100 এসএমএসও দেওয়া হয়।
  4. BSNL এর 319 টাকা দামের রিচার্জ প্ল্যান: BSNL এর এই প্ল্যানে মুম্বাই এবং দিল্লী এবং লোকাল, এসটিডি এবং রাষ্ট্রীয় রোমিঙের ক্ষেত্রেও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। 65 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে 10GB ডেটা এবং 300 এসএমএসের বেনিফিট পাওয়া যায়।
  5. BSNL এর 347 টাকা দামের রিচার্জ প্ল্যান: BSNL এর 56 দিনের ভ্যালিডিটি সহ 347 টাকা দামের রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল ও 100 এসএমএসের সুবিধা রয়েছে। টাকা দামের প্ল্যানে গ্রাহকদের অনমোবাইল গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (PWA) এর চ্যালেঞ্জ মোবাইল অ্যারিনা গেমিং সার্ভিসের বেনিফিট দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here