জিওকে টক্কর দিতে বিএস‌এন‌এল লঞ্চ করল 269 টাকার প্রিপেইড প্ল‍্যান, 2.6 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক কিছু

ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড (বিএস‌এন‌এল) দীর্ঘদিন ধরেই প্রাইভেট কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় তাদের নতুন প্ল‍্যান পেশ করছে। এক‌ই সঙ্গে আবার পুরোনো প্ল‍্যানে পরিবর্তন‌ও করছে। এবার কোম্পানি প্রজাতন্ত্র দিবস 2019 উপলক্ষে একটি নতুন প্ল‍্যান পেশ করেছে। বিএস‌এন‌এলের নতুন প্ল‍্যানটি 269 টাকা দামে পেশ করা হয়েছে। প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 26 দিন। চলুন এই প্রিপেইড প্ল‍্যানের ব‍্যাপারে সবকিছু জেনে নেওয়া যাক।

কম দামে অফলাইন পাওয়া যাচ্ছে নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোন

বিএস‌এন‌এলের এই 269 টাকার প্রিপেইড প্ল‍্যানে 26 দিনের জন্য ইউজারদের মোট 2.6 জিবি ডেটা দেওয়া হবে। এর সঙ্গে 2,600 মিনিট টকটাইম ও 260টি ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে। কোম্পানি প্ল‍্যানটি পুরো দেশের (দিল্লি ও মুম্বাই) জন্য পেশ করেছে। তবে অফারটি সীমিত সময়ের জন্য। এই প্ল‍্যানটি উপভোগ করতে ইউজারদের 26 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে রিচার্জ করতে হবে। অফারটি গত শনিবার অর্থাৎ 26 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে।

প্রসঙ্গত কিছু দিন আগে বিএস‌এন‌এল তাদের 99 টাকার প্রিপেইড প্ল‍্যানে কিছু পরিবর্তন করে। ফেরবদলের পর এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 24 দিন হয়ে যায়। তবে লঞ্চের সময় এর ভ‍্যালিডিটি ছিল 26 দিন। এছাড়া বিএস‌এন‌এল সিম রিপ্লেসমেন্টের খরচা 10 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করে দিয়েছে।

জিওফোন ইউজারদের জন্য লঞ্চ হল দুটি নতুন প্ল‍্যান, একবার রিচার্জ করলে পাওয়া যাবে 168 দিনের বেনিফিট

বিএস‌এন‌এল এই প‍্যাকটি প্রিপেইড ইউজারদের আনলিমিটেড কলের বেনিফিট দেওয়ার জন্য পেশ করা হয়েছিল। এই পরিবর্তনের পর বিএস‌এন‌এল গ্ৰাহকরা (দিল্লি ও মুম্বাই সার্কেল ছাড়া) এই সুবিধা মাত্র 24 দিন উপভোগ করতে পারবেন। তবে এই প‍্যাকের সঙ্গে পাওয়া পার্সোনালাইজড রিং ব‍্যাক টোন অ্যাকসেস আগের মতোই ফ্রি থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here