জিওফোন ইউজারদের জন্য লঞ্চ হল দুটি নতুন প্ল‍্যান, একবার রিচার্জ করলে পাওয়া যাবে 168 দিনের বেনিফিট

টেলিকম জগতে আলোড়ন তোলার পর রিলায়েন্স জিও মোবাইল বাজারে পা রাখে এবং জিওফোন লঞ্চ করে। দেশের প্রথম 4জি ফিচার ফোনের অভাবনীয় সফলতার পর কোম্পানি গত বছর জিওফোন 2 পেশ করে। 2017 সালে জিওফোন লঞ্চের পর থেকে রিলায়েন্স জিওর পক্ষ থেকে জিওফোনের জন্য লম্বা ভ‍্যালিডিটির কোনো প্ল‍্যান পেশ করা হয়নি। কিন্তু এবার জিওফোন ইউজারদের কথা মাথায় রেখে জিওর পক্ষ থেকে দুটি নতুন লম্বা ভ‍্যালিডিটির প্ল‍্যান পেশ করা হয়েছে।

লঞ্চের আগেই দেখুন স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের লাইভ ইমেজ, দেখে অবাক হতে হয়

জিওর পক্ষ থেকে জিওফোন ইউজারদের জন্য 594 টাকা ও 297 টাকার দুটি প্ল‍্যান পেশ করা হয়েছে। জিওর এই প্ল‍্যানদুটি পুরোনো জিওফোন ও জিওফোন 2 ইউজাররা ব‍্যবহার করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে পেশ করা 594 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 168 দিন ও 297 টাকার প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 84 দিন। চলুন প্ল‍্যানদুটির বেনিফিট জেনে নেওয়া যাক:

জিওফোনের 594 টাকার প্ল‍্যান:
জিওর 594 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 168 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 500 এমবি 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। দৈনিক 500 এমবি ডেটা শেষ হওয়ার পরেও 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানে প্রতি 28 দিনের জন্য 300টি করে এসএমএস পাওয়া যাবে যা লোকাল ও ন‍্যাশানাল সব ক্ষেত্রেই ব‍্যবহার করা যাবে। 28 দিন পর আবারও 300টি এসএমএস‌ ক্রেডিট হয়ে যাবে।

ডিটিএইচ চ‍্যানেলের দাম নিয়ে সমস্যা? সাহায্য করবে এই অ্যাপ

জিওফোনের 297 টাকার প্ল‍্যান:
জিওর 297 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন। এই প্ল‍্যানেও প্রতিদিন 500 এমবি 4জি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। দৈনিক 500 এমবি ডেটা শেষ হওয়ার পরেও 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করা যাবে। জিওর এই প্ল‍্যানে প্রতি 28 দিনের জন্য 300টি করে এসএমএস পাওয়া যাবে যা লোকাল ও ন‍্যাশানাল সব ক্ষেত্রেই ব‍্যবহার করা যাবে। প্রতি 29তম দিনে এসএমএস আবার রিফিল হয়ে যাবে। টেলিকম জগতে মাত্র 297 টাকায় 84 দিনের প‍্যাক কোনো কোম্পানি দেয় না।

প্রসঙ্গত জিও আগেই 99 টাকার প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে 14 জিবি 4জি ডেটা পাওয়া যায়। এতে প্রতিদিন 500 এমবি ডেটা পাওয়া যায়। আসলে জিওর 594 টাকা ও 297 টাকার প্ল‍্যানদুটি 99 টাকার প্ল‍্যানেরই বান্ডিল অফার। এই নতুন প্ল‍্যানে জিওফোন ইউজারদের বারবার রিচার্জ করাতে হবে না। সামর্থ অনুযায়ী একবার রিচার্জ করলেই কয়েক মাস চলবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here