রোগ বুঝতে ব্যর্থ হয় চিকিৎসকেরা, কুকুরের প্রাণ বাঁচাল ChatGPT

Highlights

  • কুকুরের রোগের লক্ষণ দেখে ChatGPT জানিয়ে দিল কি রোগ হতে পারে।
  • AI এর দেওয়া তথ্য অনুযায়ী ডাক্তারের পরামর্শ মেনে প্রাণে বাঁচল কুকুর।
  • GPT-4 সম্পর্কে কোম্পানি জানিয়েছে এটি 20টিরও বেশি পেশার জগত বদলে রেখে দেবে।

কয়েক দিন আগে ChatGPT কিছু কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা পাস করেছিল এবং এবার এটি একজন অভিজ্ঞ চিকিৎসকের মতো একটি কুকুরের প্রাণ বাঁচিয়ে শিরোনামে ছেয়ে রয়েছে। এক জুবক টুইট করে জানিয়েছে তাঁর কুকুরের রোগ এক পশু চিকিৎসক বুঝতে পারেনি অথচ চ্যাটজিপিটিতে রোগের লক্ষণ লিখে জানতে চাইলে সেখান থেকেই সঠিক সমাধান পাওয়া যায়। OpenAI তাদের GPT-4 সম্পর্কে আগে জানিয়েছিল এটি 20টি আলাদা আলাদা পেশা বদলে দেবে। তবে এই তালিকায় যে পশু চিকিৎসকেরও নাম রয়েছে তা আগে জানানো হয়নি। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির শক্তিসহ মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল Redmi 12C স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

টুইটার ইউজার কুপার জানিয়েছে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবোট তাঁর কুকুর সেসির টিক বোর্ন অসুখ স্নাক্ত করে তাঁর প্রাণ বাঁচিয়েছে। কুপারের কুকুরের চিকিৎসার শুরুর দিকে সে ক্রমশ ঠিক হয়ে উঠছিল, তবে হঠাৎ অ্যানিমিয়া খারাপ অবস্থায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। কয়েকজন পশু চিকিৎসকের সঙ্গে কথা বলেও কোন উন্নতি দেখা যায় না।

ChatGPT এর পরামর্শে বাঁচল প্রাণ

এরপর কুপার তাঁর কুকুরের শারীরিক অবস্থা সম্পর্কে এআই চ্যাটবোট GPT4 এ লেখে এবং সেখান থেকেই উত্তর আসে সেসির লক্ষণ দেখে তাঁর হেমোলিটিক অ্যানিমিয়া হয়ে থাকতে পারে। এই নতুন তথ্য নিয়ে কুপার আবার পশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। আবার সেসির চিকিৎসা শুরু হয় এবং এবার সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। এভাবেই ChatGPT এর মাধ্যমে একটি কুকুরের প্রাণ বাঁচে। তবে কুপার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ChatGPT এর কথায় অন্ধবিশ্বাস না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিল। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজের জন্য প্রস্তুত এই সব সিনেমা এবং সিরিজ

শুধু একটি টুলের মতো ব্যাবহার

এআই কোন অতিরিক্ত তথ্য জানার জন্য একটি টুল হিসাবে ব্যাবহার করা যায়। ধীরে ধীরে যেভাবে টেকনোলজি উন্নত হচ্ছে আশা করা হচ্ছে আগামী দিনে চিকিৎসা ক্ষেত্রে এআই এর যথেষ্ট ভুমিকা থাকবে। আমরা মনে করি কোন শারীরিক সমস্যা দেখা দিলে এআই এর ওপর নির্ভর না করে কোন ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিন। যে কোন চিকিৎসা বা ওষুধ শুধুমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনেই নেওয়া উচিত।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here