Motorola মার্কেটে তাদের অস্তিত্ব আরও জোরালো করে তোলার জন্য দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Moto X40 এবং Moto G53 5G নামের দুটি ফোন পেশ করা হয়েছে। আপাতত এই ফোন দুটি ভারতের বাজারে পেশ করা হলেও আগামী দিনে ভারত সহ অন্যান্য বাজারেও এই ফোন সেল করা হবে বলে মনে করা হচ্ছে। হাইএন্ড স্পেসিফিকেশন যুক্ত Moto X40 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে লিক করুন। এই পোস্টে সস্তা 5G স্মার্টফোন Moto G53 সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল Nokia C31 স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে 5,050mAh Battery এবং 13MP Camera
Moto G53 এর দাম
মার্কেটে Moto G53 ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM + 128GB Storage রয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 899 ইউয়ান এবং 1099 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 10,700 টাকা এবং 13,000 টাকার কাছাকাছি।
Moto G53 এর স্পেসিফিকেশন
- 6.5″ 120Hz display
- 8GB RAM
- 50MP Camera
- 5,000mAh Battery
লেটেস্ট Moto G53 ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এই পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম সহ মাইইউআই 5.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসর যুক্ত Qualcomm Snapdragon 5G চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চিপসেটের কোডনেম সম্পর্কে জানানো হয়নি। আরও পড়ুন: 15,000 টাকারও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে OnePlus 10T 5G স্মার্টফোনে, জেনে নিন ডিটেইলস
ফটোগ্রাফির জন্য Moto G53 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি 3.5 এমএম জ্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে Moto G53 তে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে এবং এতে ফেস আনলক ফিচারও রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। আরও পড়ুন: এই দিনে লঞ্চ হতে পারে OnePlus 11 স্মার্টফোন! কোম্পানি সেলিব্রেট করবে তাদের নবম বার্ষিকী, লঞ্চ হবে বেশ কিছু ধামাকাদার স্মার্টফোন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন