লিস্টেড হল Jio 5G ফোন, এতে আছে 1GB RAM, শুরু হচ্ছে ‘Made in India’ 5G ফোনের যুগ

Reliance Jio তাদের অ্যান্ড্রয়েড 5জি স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করার পর থেকে ইউজাররা অধীর আগ্রহে এই ফোনের জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র ইউজাররাই ধয়, বরং অন‍্যান‍্য মোবাইল ব্র‍্যান্ড‌ও জিওর পরবর্তী পদক্ষেপে নজর রাখছে। আপাতত গুগলের সঙ্গে হাত মিলিয়ে জিও যে 5জি ফোন আনতে চলেছে সেই ফোনটির বিষয়ে কোম্পানি এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। কিন্তু কিছু দিন আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে রিলায়েন্স এই বছর ডিসেম্বর মাসে জিও স্মার্টফোন লঞ্চ করতে পারে। অন‍্যদিকে ইতিমধ্যে রিলায়েন্সের RC545L মডেল নাম্বারযুক্ত ফোন গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গেছে।

আরও পড়ুন: ডেটা চুরি করে এই 17টি বিপজ্জনক মোবাইল অ্যাপ, এখনই ডিলিট করুন

Orbic স্মার্টফোন সিরিজ

লিস্টিঙে দেখা ফোনটি রিলায়েন্স অর্বিক সিরিজে পেশ করা হতে পারে। তাই মনে করা হচ্ছে কোম্পানি আরও একবার তাদের অর্বিক স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। বিগত কিছু দিনে বেশ কিছু অর্বিক স্মার্টফোন সার্টিফিকেট‌ও পেয়েছে। টিপস্টার মুকুল শর্মা এই লিস্টিং স্পট করেছেন।

ডিজাইন ও ডিসপ্লে

গুগল প্লে কনসোলে ফোনটির ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে। ছবি অনুযায়ী ফোনটির টপ ও বটমে মোটা বেজল থাকবে। তবে ফোনটির রেয়ার লুক সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া লিস্টিং অনুযায়ী ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: Lava আনছে 5টি নতুন সস্তা ‘ইন্ডিয়ান’ ফোন, চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দেবে এই লো বাজেট ফোন

কোয়ালকম স্ন‍্যাপড্রাগন প্রসেসর

লিস্টিং অনুযায়ী ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন QM215 যুক্ত হবে এবং এটি আউট অফ দ‍্য বক্স অ্যান্ড্রয়েড 10 (গো এডিশন) এর সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনটি অ্যাড্রিনো 306 জিপিইউ যুক্ত হতে পারে।

1 জিবি র‍্যাম

গুগল প্লে কনসোলে ফোনটির র‍্যাম সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু মনে করা হচ্ছে যেহেতু এটি একটি এন্ট্রি লেভেল সস্তা স্মার্টফোন হবে তাই এতে 1 জিবি র‍্যাম থাকবে।

আরও পড়ুন: BSNL এর ধামাকা, লঞ্চ করল চারটি নতুন Bharat Fiber প্ল‍্যান, প্রতিযোগিতার মুখে Jio

দাম

কয়েক দিন আগেই একটি রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে। ফোনটির দাম মাত্র 54 ডলার অর্থাৎ প্রায় 4,000 টাকার আশেপাশে হবে।

জিও 5জি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যেতে পারে ডেটা প‍্যাক

বিজনেস স্ট‍্যান্ডার্ড নিউজ তাদের সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এক বছরে 10 কোটি গুগল অ্যান্ড্রয়েড প্ল‍্যাটফর্মে তৈরি স্মার্টফোন তৈরি করতে চায়। গত বুধবার রিপোর্টে বলা হয়েছে ডেটা প‍্যাকের সঙ্গে এই স্মার্টফোন এই বছর ডিসেম্বর মাসে বা আগামী বছরের শুরুতে লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: ভারতে 7 অক্টোবর এন্ট্রি নেবে 64MP ক‍্যামেরাওয়ালা সস্তা Realme 7i, নিশ্চিতভাবে চ‍্যালেঞ্জের মুখে Xiaomi

JioPhone 5 এর পরিকল্পনা

কয়েক দিন আগে আমরা একটি এক্সক্লুসিভ রিপোর্ট থেকে জানতে পেরেছি যে কোম্পানি তাদের সস্তা ফিচার ফোনে কাজ করছে, যে প্রজেক্টের নাম JioPhone 5। JioPhone 5 এর এই তথ্য আমরা সরাসরি প্রজেক্টের সঙ্গে জড়িত এক সোর্স থেকে পেয়েছি। নাম না জানানোর শর্তে রাজি হয়ে তিনি জানান কোম্পানি খুব কম দামের একটি ফোন লঞ্চের পরিকল্পনা করছে এবং এই ফোনের নাম রাখা হবে JioPhone 5। এই প্রজেক্ট এখনও ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। লঞ্চ করে সেল শুরু করতে এখনও বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here