সস্তায় রেডমি ফোন কিনতে চান? জেনে নিন ব্র্যান্ডের সবচেয়ে সস্তা ফোন সম্পর্কে বিস্তারিত

ভারতে রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি কোম্পানি ভারতে মাত্র 7,299 টাকা প্রাথমিক দামের বাজেট ফোন Redmi A3 লঞ্চ করেছিল। এই ফোনে 5000mAh ব্যাটারি, মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর এবং 8MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। তবে জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন নয়। বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে সস্তা রেডমি ফোন Redmi A2। নিচে Redmi A2 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

Redmi A2 এর দাম

যারা ফিচার ফোন থেকে স্মার্টফোনে শিফট করার কথা ভাবছেন তাদের জন্য Redmi A2 একটি ভালো অপশন। বিভিন্ন প্ল্যাটফর্মে এই ফোনের দাম নিচে জানানো হল।

mi store 5,999 টাকা (2GB+32GB )
5,299 টাকা (2GB+64GB)
6,799 টাকা (4GB+64GB )
amazon 5,499 টাকা (2GB+32GB )
5,299 টাকা (2GB+64GB)
6,799 টাকা (4GB+64GB )
flipkart 5,299 টাকা (2GB+64GB)
6,934 টাকা (4GB+64GB )

 

নোট: জানিয়ে রাখি আমাজন এবং মি ডট কমে Redmi A2 ফোনের 2GB+64GB মডেলের দাম ফোনটির 2GB+32GB মডেলের চেয়ে কম।

কোথা থেকে কিনবেন Redmi A2?

অফলাইন স্টোরের পাশাপাশি Redmi A2 ফোনটি mi store, flipkart, amazon এর মতো বিভিন্ন সাইট থেকেও কেনা যায়। আমাজনে এই ফোনের সঙ্গে সীমিত সময়ের জন্য 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। এছাড়া মি ডট কমে এই ফোনটি মাত্র 1700 টাকা ডাউন পেমেন্ট করে এবং 0% ইন্টারেস্টে এই ফোনটি ইএমআই এর মাধ্যমে কেনা যায়।

Redmi A2 এর স্পেসিফিকেশন

  • স্ক্রিন: Redmi A2+ ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.52 ইঞ্চির এইচডি+ ডট নচ ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসরে রান করে। এতে LPDDR4X RAM এবং eMMC 5.1 ROM যোগ করা হয়েছে। এই ফোনে 3GB virtual RAM রয়েছে, যা ফোনের 4GB RAM এর সঙ্গে যুক্ত হয়ে 7GB RAM এর পারফরমেন্স দেয়।
  • সফটওয়্যার: এই ফোনটি অ্যান্ড্রয়েড ‘গো এডিশন’ এর সঙ্গে পেশ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্যএই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে F/2.0 অ্যাপারচার সহ 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি 2GB+32GB, 2GB+64GB এবং 4GB+64GB মডেলে সেল করা হয়। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh এর একটি বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • সিকিউরিটি: Redmi A2 ফোনে ফেস আনলক ফিচার রয়েছে।
  • কানেক্টিভিটি: এই ডুয়েল সিম 4G ফোনে ব্লুটুথ 5.0, 2.4GHz WiFi এবং 3.5mm জ্যাকের মতো ফিচার দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here