কম্পিউটারে দ্রুত এবং আরও সহজে করুন কাজ, দেখে নিন শর্টকাট কী-এর লিস্ট

ইনফরমেশন টেকনোলজির এই যুগে দাঁড়িয়ে কম্পিউটার ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে কম্পিউটার আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গে পরিণত হয়েছে। আজকের দিনে বেশিরভাগ পরিষেবা যেমন বিভিন্ন সরকারি কাজ, বিদ্যুত-জলের বিল, ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত কাজের জন্য কম্পিউটারে ওপর নির্ভর করতে হয়। তাই কম্পিউটারে দ্রুত কাজ করার জন্য বেশ কিছু শর্টকাট রয়েছে। আজ আপনাদের এমন কিছু শর্টকাট সম্পর্কে জানাতে চলেছি যেগুলি ব্যাবহার করে স্মার্টভাবে দ্রুত কম্পিউটারে কাজ করা যাবে। এই পোস্টে Microsoft Windows ইউজারদের জন্য শর্টকাট কী সম্পর্কে আলোচনা করা হল। এগুলি ব্যাবহার করে অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করা সম্ভব।

উইন্ডোজ কম্পিউটার শর্টকাট কীজ

Ctrl +A সব সিলেক্ট করার জন্য
Ctrl + B টেক্সট বোল্ড করার জন্য
Ctrl + C কপি করার জন্য
Ctrl + D ফন্টের জন্য
Ctrl + E সেন্টারে আনার জন্য
Ctrl + F সার্চ করার জন্য
Ctrl + G গো টু মেনু-এর জন্য
Ctrl + I টেক্সট ইটালিক্স করার জন্য
Ctrl + J টেক্সট জাস্টিফাইকরার জন্য
Ctrl + K টেক্সটে হাইপারলিঙ্ক যোগ করার জন্য
Ctrl + L লেফ্ট অ্যালাইনমেন্টের জন্য
Ctrl + M মুভ করার জন্য
Ctrl + N নতুন ফাইলের জন্য
Ctrl + O ফাইল ওপেন করার জন্য
Ctrl + P প্রিন্টের জন্য
Ctrl + Q বন্ধ করার জন্য
Ctrl + R রিলোড এবং রাইট অ্যালাইনমেন্টের জন্য
Ctrl + S ফাইল সেভ করার জন্য
Ctrl + U টেক্সট আন্ডারলাইন করার জন্য
Ctrl + V পেস্ট করার জন্য
Ctrl+W ফাইল ক্লোজ করার জন্য
Ctrl + X কাট করার জন্য
Ctrl + Y রিডু করার জন্য
Ctrl + Z আনডু করার জন্য

অল্টারনেটিভ কীজ (Alt)

Alt + E : উপস্থিত প্রোগ্রামে Edit মেনু ওপেন করার জন্য
Alt + F : উপস্থিত প্রোগ্রামে ফাইল মেনু ওপেন করার জন্য
Alt + F4 : প্রোগ্রাম অথবা Window বন্ধ করার জন্য
Alt + Enter : প্রপার্টিজ দেখার জন্য
Alt + Tab : প্রোগ্রাম অথবা Window সুইচ করার জন্য
Alt + Shift + Tab : আগের প্রোগ্রাম অথবা Window তে সুইচ করার জন্য
Alt + Print Screen : Window এর স্ক্রিনশট নেওয়ার জন্য

ফাংশন শর্টকাট কীজ

F2: সিলেক্ট করা ফাইলের নাম পরিবর্তন করার জন্য
F4: F4 এর সঙ্গে Alt প্রেস করলে কম্পিউটারের ওপেন Window বন্ধ হয়ে যায়। এছাড়া কম্পিউটার বন্ধ বা শাট ডাউন করার জন্য।
F5: কম্পিউটার অথবা ব্রাউজারে খোলা ওয়েবসাইট রিফ্রেশ করার জন্য।
F6: ব্রাউজারের অ্যাড্রেস বারে যাওয়ার জন্য
F7: Ms Word এর Spell and Grammar check অপশন ব্যাবহার করার জন্য
F8: Computer/Laptop-এ Windows Install করার সময় এই Key-টিই ব্যাবহার করা হয়
F9: Microsoft Word এ Document Refresh করা যায় এই Key ব্যাবহার করে
F10: সফটওয়্যার বা প্রোগ্রামের মেনু সিলেক্ট করার জন্য
F11: যে কোনো Software, Browser বা Application কে Full Screen Mode-এ চালানোর জন্য

Google Chrome এর জন্য কম্পিউটার শর্টকাট কীজ

নিচে সাধারণত খুব বেশি ব্যাবহার করা হয় এমন কিছু Google Chrome শর্টকাট কীজ সম্পর্কে জানানো হল-

Ctrl + T : নতুন ট্যাব ওপেন করার জন্য
Ctrl + W : বর্তমান ট্যাব ক্লোজ করার জন্য
Ctrl + Shift + T : শেষ বন্ধ করা ট্যাব আবার খোলার জন্য
Ctrl + Tab : পরের ট্যাবে যাওয়ার জন্য
Ctrl + Shift + Tab : আগের ট্যাবে যাওয়ার জন্য
Ctrl + 1 থেকে Ctrl + 8 : কোনও নির্দিষ্ট ট্যাবে যাওয়ার জন্য (1 সবচেয়ে বাঁদিকে)
Ctrl + 9 : সবচেয়ে ডানদিকের ট্যাবে যাওয়ার জন্য
Ctrl + N : নতুন ক্রোম উইন্ডো ওপেন করার জন্য
Ctrl + Shift + N : নতুন সিক্রেট উইন্ডো ওপেন করার জন্য
Ctrl + L বা F6 : অ্যাড্রেস বার হাইলাইট করার জন্য
Ctrl + Shift + B : বুকমার্ক বার চালু/বন্ধ টগেল করার জন্য
Ctrl + H : ব্রাউজিং হিস্ট্রি খোলার জন্য
Ctrl + Shift + Delete : ব্রাউজিং ডেটা ক্লিয়ার করুন, নিউজ ওপেন করার জন্য
Ctrl + F : বর্তমান পেজে সার্চ করার জন্য
Ctrl + G বা F3 : পরের পেজ ওপেন করার জন্য
Ctrl + Shift + G বা Shift + F3 : আগের পেজ ওপেন করার জন্য
Ctrl + Shift + J : Chrome DevTools ওপেন করার জন্য
Ctrl + Shift + C : DevTools এর সঙ্গে কোনো ডেটা চেক করার জন্য
Ctrl + + : জুম ইন করার জন্য
Ctrl + – : জুম আউট করার জন্য
Ctrl + 0 : ডিফল্ট জুম রিসেট করার জন্য
Ctrl + Shift + R : ক্যাশে ক্লিন করে বর্তমান পেজ রিলোড করার জন্য
Alt + লেফট অ্যারো: এক পেজ পিছিয়ে যাওয়ার জন্য
Alt + রাইট অ্যারো: এক পেজ এগিয়ে যাওয়ার জন্য
F5 বা Ctrl + R : বর্তমান পেজ রিলোড করার জন্য
Ctrl + Shift + B : বুকমার্ক বার চালু/বন্ধ টগেল করার জন্য
Ctrl + D : বর্তমান পেজ বুকমার্ক করার জন্য
Ctrl + Shift + D : সমস্ত ওপেন করা পেজ এক সঙ্গে একটি ফোল্ডারে বুকমার্ক হিসাবে সেভ করার জন্য
Ctrl + Shift + O : বুকমার্ক মানেজার ওপেন করার জন্য
Ctrl + Shift + P : একটি সিক্রেট উইন্ডো ওপেন করার জন্য
Ctrl + J : ডাউনলোড পেজ ওপেন করার জন্য
Ctrl + U : পেজ সোর্স ওপেন করার জন্য
Ctrl + S : বর্তমান পেজ সেভ করার জন্য
Ctrl + P : বর্তমান পেজ প্রিন্ট করার জন্য
Ctrl + F5 : ক্যাশে ক্লিন করে পেজ রিলোড করার জন্য

FAQs

shortcut keys প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াতে পারে?

shortcut keys ব্যাবহার করে ম্যানুয়ালি নেভিগেট করার বদলে সহজে এবং দ্রুত কাজ করা যায়।

ইউজার কি কাস্টম শর্টকাট কীজ বানাতে পারেন?

কিছু অ্যাপ ইউজারদের শর্টকাট কীজ কাস্টমাইজ করার অপশন দেয়। আপনি যে অ্যাপ ব্যাবহার করছেন সেই অ্যাপে এই ফিচার আছে কি না জানার জন্য অ্যাপের সেটিংস চেক করুন।

Ctrl+F9 কেন ব্যাবহার করা হয়?

Ctrl + F9 ব্যাবহার করে বর্তমান উইন্ডো ছোট করা যায়।

প্রোগ্রামে উইন্ডো বন্ধ করার শর্টকাট কি?

প্রোগ্রামে উইন্ডো বন্ধ করার জন্য Ctrl + F4 টিপতে হবে।

কম্পিউটার শর্টকাট কত ধরনের হয়?

কম্পিউটারে প্রধান্ত তিন ধরনের ইউনিট রয়েছে- ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। আমরা যে ডেটা ইনপুট করি সেটি প্রসেস করে আউটপুট পাওয়া যায়। ইনপুটের জন্য কীবোর্ড এবং মাউস ব্যাবহার করা হয়। কীবোর্ডের বিভিন্ন ধরনের কীজ রয়েছে। Shortcut Keys মূলত Basic Keyboard Shortcut Keys, Alternate Key (Alt), Function Shortcut Keys, Microsoft Word Shortcut Keys, Special Characters Shortcut Keys নিয়ে তৈরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here