COVID 19 Booster Dose নেওয়ার চক্করে খালি হয়ে যেতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত সেভিংস

COVID এর নতুন ভেরিয়েন্ট Omicron এর আগমনের ফলে গোটা বিশ্বের পাশাপাশি ভারতের সমস্ত নাগরিকদের কপালেও নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে। হঠাৎ করে উর্ধমুখী করোনা সংক্রমণের ঢেউ দেখে 10 জানুয়ারি, 2022 থেকে স্বাস্থ‍্যকর্মী এবং বয়স্ক মানুষদের ভ‍্যাক্সিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়ে গেছে। যদি আপনি একজন স্বাস্থ‍্যকর্মী হয়ে থাকেন বা আপনার বয়স 60 বছরের বেশি হয়ে থাকে অথবা আপনার পরিবারে এই ধরনের কেউ থেকে থাকে তবে খেয়াল রাখবেন বুস্টার ডোজ নেওয়ার চক্করে যেন কোনো জোচ্চুরির শিকার না হতে হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে বুস্টার ডোজের চাহিদা এবং অন‍্যদিকে আবার করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধির সুযোগ নিয়ে এক ধরনের সাইবার ক্রিমিনালরা বুস্টার ডোজের তথ্য দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে তাদের ব‍্যাক্তিগত তথ্য চুরি করে নিচ্ছে এবং এইসব তথ্য পেয়ে গেলেই জোচ্চোরের দল সহজ সরল সাধারণ মানুষের ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে নিচ্ছে। এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি কিভাবে ক্রিমিনালরা এই স্ক‍্যাম করে চলেছে।

COVID 19 Booster Dose Scam

এই ধরনের সাইবার ক্রিমিনালরা সাধারণ মানুষদের ফোনে কল করে একজন সরকারি কর্মচারী হিসেবে নিজের পরিচয় দেয় এবং এরপর বুস্টার ডোজ সম্পর্কিত তথ্য জানায়। এরপর কনফার্ম করার জন্য সেই ব‍্যাক্তির নাম, বয়স, ঠিকানাসহ অন‍্যান‍্য তথ্য শেয়ার করে। আবার দেখা যায় বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করার ভান করার সময় আগের ভ‍্যাক্সিনের তারিখ বলে। জানিয়ে রাখি এই ধরনের ক্রিমিনালরা সাধারণত বয়স্ক মানুষদের কল করে।

সবচেয়ে বড় কথা যেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে তা হল, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তৃতীয় ডোজের জন্য রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন‌ই নেই। কোউইন অ্যাপে তৃতীয় ডোজের ফিচার যুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু এই ফিচার শুধুমাত্র তাদের জন্যই কার্যকর যারা তৃতীয় ডোজের জন্য যোগ্য। যাদের ক্ষেত্রে এই তৃতীয় ডোজ প্রযোজ্য তারা সরাসরি ভ‍্যাক্সিনেশন সেন্টারে গিয়ে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুস্টার ডোজ নিতে পারবেন।

জানিয়ে রাখি যাদের বয়স 60 বছরের ওপরে এবং কোনো জটিল রোগে আক্রান্ত তারা এই বুস্টার ডোজ নিতে পারবেন। আপাতত শুধুমাত্র সেইসব মানুষদের তৃতীয় ডোজ দেওয়া হচ্ছে যাদের দ্বিতীয় ডোজের পর 9 মাস সময় পার হয়ে গেছে। কোনো ব‍্যাক্তি আগের দুটি ডোজ যে ভ‍্যাক্সিনের পেয়েছেন তাকে সেই ভ‍্যাক্সিনের‌ই বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ যে ব‍্যাক্তি আগে কোভ‍্যাক্সিনের ডোজ পেয়েছেন তাকে কোভ‍্যাক্সিন‌ই দেওয়া হবে এবং এক‌ইভাবে কোভিশিল্ড নেওয়া ব‍্যাক্তিকে কোভিশিল্ড।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here