সাবধান! COVID ভ‍্যাক্সিনেশন অ্যাপ CoWIN এ রেজিস্ট্রেশন করবেন না, জেনে নিন কারণ

2020 তে আসা কোভিড 19 মহামারী শেষ করার জন্য ভারত ভ‍্যাক্সিনের অনুমোদন পেয়ে গেছে। এই খবর সামনে আসার পর থেকেই দেশের কোটি কোটি নাগরিকদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে টীকা কবে পাওয়া যাবে? এছাড়া কোভিড 19 ভ‍্যাক্সিনেশনের জন্য স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কোউইন (CoWIN) অ্যাপ লঞ্চের কথা বলা হয়েছে। কিন্তু অফিসিয়াল অ্যাপ লঞ্চের আগেই গুগল প্লে স্টোরে এই নামের একাধিক ফেক অ্যাপ পাওয়া যাচ্ছে, সরকার এর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে।

সরকারি বার্তা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন এবিষয়ে সতর্কবার্তা জারি করেছেন। তিনি বর্তমানে গুগল প্লে স্টোর থেকে Co-WIN নামের কোনো অ্যাপ ডাউনলোড করতে বারণ করেছেন। এগুলি সবকটি ফেক অ্যাপ এবং এগুলি ডাউনলোড করলে ফোনের গুরুত্বপূর্ণ ডেটা চুরি যেতে পারে।

তাড়াহুড়ো হতে পারে বিপদের কারণ

করোনা ভাইরাস প্রতিরোধের ভ‍্যাক্সিনের নাম করে ঠগবাজের একটি বড় দল ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। এরা ফেক অ্যাপ, কল ও ম‍্যাসেজের মাধ্যমে জোচ্চুরির চেষ্টা করে চলেছে। এই কারণে যত দিন না সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কথা ঘোষণা করা হচ্ছে ততদিন কোনো অ্যাপ বা সাইটে ব‍্যাক্তিগত তথ্য দেবেন না। সরকারের পক্ষ থেকে কোউইন নামের কোনো অ্যাপ‌ও ডাউনলোড করতে বারণ করা হয়েছে। অ্যাপ লঞ্চ হলে তা ঘোষণা করে দেওয়া হবে।

Co-WIN অ্যাপ কি?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভ‍্যাক্সিনেশনের প্রসেস সহজ করে তোলার জন্য Co-WIN অ্যাপ তৈরি করেছে। এর সাহায্যে ভ‍্যাক্সিন ডেলিভারির রিয়েল টাইম মনিটর করা যাবে। অ্যাপের মাধ্যমে সরকার ভ‍্যাক্সিনেশন করা মানুষের ডেটা রিপোর্ট হিসেবে সেভ করবে। এই অ্যাপে রেজিস্ট্রেশন করার পর‌ই ভ‍্যাক্সিন দেওয়া হবে।

রেজিস্ট্রেশন পদ্ধতি

– আপাতত সরকারের সতর্কতা অনুযায়ী, কোনো প্ল‍্যাটফর্ম থেকেই এই অ্যাপ ইনস্টল করা উচিত নয়। তবে লঞ্চের পর এর রেজিষ্ট্রেশন পদ্ধতি নিম্নরূপ

– অ্যাপে রেজিস্ট্রেশনের সময় ফোন নাম্বার দিতে হবে।

– Co-WIN এর অফিসিয়াল ওয়েবসাইটে সেল্ফ রেজিস্ট্রেশন করার জন্য ফোটো এবং পরিচয়পত্রের প্রয়োজন হবে।

– পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ও পেনশন ডকুমেন্ট ব‍্যবহার করা যাবে।

– রেজিস্ট্রেশন করার পর এস‌এম‌এসের মাধ্যমে ভ‍্যাক্সিনেশনের তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here