আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। কল ও এসএমএসের পাশাপাশি আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে মোবাইল ফোনের যথেচ্ছ ব্যাবহার শুরু হয়েছে। তবে ক্রমবর্ধমান রিচার্জ প্ল্যানের মুল্যবৃদ্ধি মোবাইল ইউজারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে, বিশেষ করে যেসব ইউজাররা শুধুমাত্র কল করার জন্য ফোন ব্যাবহার করেন। এই ধরনের ইউজারদের জন্য কোনো সস্তা বা শুধুমাত্র কল করা যাবে এমন প্ল্যানের অপশন না থাকার কারণে তাদের বাধ্য হয়ে বেশি দামের প্ল্যানই রি চার্জ করাতে হয়। এই সমস্যা প্রসঙ্গে লোকসভায় প্রশ্ন উঠলে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে উত্তর এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দামী রিচার্জ প্ল্যানের প্রসঙ্গে সরকারের মতামত সম্পর্কে।
সরকারের উত্তর
লোকসভার বৈঠকে প্রশ্ন উঠেছিল যে, আমাদের দেশে অনেক ইউজার স্মার্টফোন ব্যাবহার করেন না এবং অনেকের ডেটা ও এসএমএস প্রয়োজনও হয় না। তাই এই ধরনের ইউজারদের কথা মাথায় রেখে কোনো সস্তা প্ল্যান কি আনা হবে?
এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত এই বিষয়ে কোনো পরিকল্পনা নেই এবং সরকারের পক্ষ থেকে এই জাতীয় কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় দূর সঞ্চার মন্ত্রালয়ের উত্তর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে স্মার্টফোন ইউজার এবং নন স্মার্টফোন ইউজারদের জন্য যেমন একই ধরনের ট্যারিফ প্ল্যান চলছে তেমনই চলবে।
নন স্মার্টফোন ইউজার অর্থাৎ কীপ্যাড ফোন ইউজারদের জন্য আলাদাভাবে কোনো ট্যারিফ প্ল্যান লঞ্চের কোনো প্ল্যান আপাতত নেই। তবে এই বিষয়ে প্রশ্ন ওঠায় আশা করাই যায় অদূর ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।
এই বছরই বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম
মনে করিয়ে দিই কিছু দিন আগে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এই মুল্যবৃদ্ধির পর থেকে অনেক ইউজার প্রাইভেট কোম্পানি ছেড়ে দেশের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এ তাদের নাম্বার পোর্ট করিয়েছেন। আপাতত বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম বাজারে সবচেয়ে সস্তা এবং এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে 2025 সাল শেষের আগেই গোটা দেশে BSNL তাদের 5G সার্ভিস শুরু করতে চলেছে।