চার্জ করার সময় ইলেকট্রিক স্কুটিতে ভয়াবহ বিস্ফোরণ! আরও একবার ভয়ের কারণ হল ই-স্কুটার!

বেশ কিছুদিন ধরেই একের পর এক ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি তেলেঙ্গানার করিমনগর জেলায় একটি ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর এক রিপোর্টে বলা হয়েছে, করিমনগর জেলার রামাদুগু মণ্ডল এলাকায় একটি ব্যাটারি চালিত স্কুটি চার্জ করার সময় হঠাৎ স্কুটারের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ হয়। ঘটনাট ঘটেছে রামচন্দ্রপুর গ্রামে, রবিবার গভীর রাতে ওই ইভির মালিক তার বাড়ির বাইরে ইলেকট্রিক স্কুটারটি চার্জ দিচ্ছিলেন। এছাড়াও কয়েকটি ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের করা তদন্তে জানা গেছে যে কিছু ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সেল ও মডিউলে ত্রুটির কারণে আগুন লেগেছে।

ইলেকট্রিক স্কুটারে আগুন

এই বিষয়ে পুলিশ জানিয়েছে যে, ইলেকট্রিক স্কুটিতে অগ্নিকাণ্ডের পর গাড়ির কিছু অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। যদিও, এই ঘটনায় সবচেয়ে কেউ হতাহত হয়নি। তবে এই ইলেকট্রিক স্কুটারটি কোন কোম্পানির সেটা এই রিপোর্টে বলা হয় নি।

কিছুদিন আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি, বারবার ইভি তে আগুন লাগার ঘটনায় ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা ত্রুটিপূর্ণ ইভি গুলো স্বেচ্ছায় ফিরিয়ে নেয়। তারপর Ola ইলেকট্রিক, Okinawa এবং Pure EV এর ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী কোম্পানি গুলো প্রায় 7,000টি ইলেকট্রিক টু-হুইলার ফেরত নিয়েছে। যদিও তারপরেও ইলেকট্রিক টু-হুইলারে অগ্নিকান্ডের ঘটনা কমেনি ।

তদন্ত করেছে সরকার, পেশ করা হয়েছে রিপোর্ট

আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েক দিনে ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার অনেক সামনে এসেছে। দু’টি ঘটনায় মানুষের মৃত্যুও হয়েছে। এক মাসের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারগুলিতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ভারত সরকার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

এরপর তদন্তে তিনটি কোম্পানির অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়। রিপোর্টে আরও জানানো হয়েছে যে Ola ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে ব্যাটারি সেলের পাশাপাশি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে সমস্যা ছিল। Okinawa এর ক্ষেত্রে, সেল এবং ব্যাটারি মডিউলে সমস্যা ছিল এবং Pure Ev তে ব্যাটারির কেসিং এ সমস্যা ছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here