Exclusive : Samsung Galaxy A03s স্মার্টফোনে‌র ফুল স্পেসিফিকেশন্স আর ভেরিয়েন্ট লঞ্চের আগে সামনে আসলো

Samsung Galaxy A03s স্মার্টফোনে‌র খবর বহু মাস ধরে ইন্টারনেটে ছেয়ে আছে। কিছু দিন আগে যেখানে 91মোবাইল্স নিজের এক্সক্লুসিভ রিপোর্টে এই ফোনের ইউরোপিয়ান দাম থেকে পর্দা তুলেছিল আবার আজকে আমরা লঞ্চের আগেই স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস এর স্পেসিফিকেশন্স‌ও এক্সক্লুসিভ‌লি আপনাদের জন্য নিয়ে এসেছি। টিপস্টার ঈশান আগার‌ওয়াল এর সাথে মিলে 91মোবাইল্স Samsung Galaxy A03s এর ফিচার আর স্পেসিফিকেশন্সের ফুল ডিটেইলস নিয়ে এসেছে।

Samsung Galaxy A03s specifications

স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনকে কোম্পানির পক্ষ থেকে 720 × 1600 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লেতে তৈরি হবে। Samsung Galaxy A03s এর স্ক্রিন 269PPI আর 16 million colours সাপোর্ট করবে। ফ্রন্ট প‍্যানেলের তিন দিক যেখানে বেজলস যুক্ত আবার নীচের দিকে অল্প চ‌ওড়া চিন পার্ট দেওয়া আছে।

Samsung Galaxy A03s কে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 এ পেশ করা হয়েছে যা ওয়ান‌ইউআই 3.1 এর সাথে কাজ করবে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 2.3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে মিডিয়াটেকের হেলিয়ো পি35 চিপসেট দেখা যেতে পারে। শোনা যাচ্ছে যে চিপসেটের তথ্য গুগল প্লে কন্সোলের মাধ্যমে প্রাপ্ত হয়েছে। আবার গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনে 6GB RAM আর 128GB Storage দেওয়া হবে।

এই আগামী স‍্যামসাং মোবাইল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে যার মধ্যে ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই Samsung Galaxy A03s স্মার্টফোন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করবে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে।

Samsung Galaxy A03s ডুয়াল সিম সাপোর্ট করবে এবং 4G VoLTE তে কাজ করবে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হবে। অথচ ফোনে ফাস্ট চার্জিং টেকনিক কোনটি থাকবে সেটি এখনো জানা যায়নি। স‍্যামসাং গ‍্যালাক্সি এ03এস স্মার্টফোনকে White, Black আর Blue কালারে বাজারে আনা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here