ফ্লিপকার্ট সেল : কম দামে পাওয়া যাবে Gionee GBuddy ওয়ারলেস ইয়ারফোন এবং পাওয়ার ব‍্যাঙ্ক

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি জিওনি ভারতের উৎসবের মরশুমের আমেজ আরও ফুরফুরে করে তুলতে গ্ৰাহকদের জন্য তাদের GBuddy অ্যাক্সেসরিজের নতুন রেঞ্জ পেশ করেছে। এইসব অ্যাক্সেসরিজ আকর্ষণীয় দামে ফ্লিপকার্টে সেলের মাধ্যমে বেচা হচ্ছে। 

Jio এর ধামাকা অফার, মাত্র 699 টাকার বিনিময়ে কিনুন Jio Phone

কোম্পানির ম‍্যানেজিং ডাইরেক্টর প্রদীপ জৈন বলেছেন GBuddy অ্যাক্সেসরিজের এই রেঞ্জ নতুন প্রজম্মের যুবকদের এবং তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে মার্কেটে আনা হয়েছে। জিওনি অত্যন্ত কম দামে সুন্দর প্রোডাক্ট পেশ করার চেষ্টা করবে বলে জানা গেছে। 

কোম্পানি Gionee Wireless Neckband Earphones 999 টাকা দামে পেশ করবে। এই হেডফোনে 300 এম‌এএইচের লি পলিমার ব‍্যাটারী আছে এবং এটি 300 ঘন্টার স্ট‍্যান্ড বাই টাইম দিতে সক্ষম। 

মাত্র 7,999 টাকা দামে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে

কোম্পানি দ্রুতগতিতে চার্জ করার জন্য লিথিয়াম পলিমার ব‍্যাটারীযুক্ত GBuddy রেঞ্জের পাওয়ার ব‍্যাঙ্ক গ্ৰে ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করেছে। এই পাওয়ার ব‍্যাঙ্কের আউটপুট 5.0V – 3.0A এবং ইনপুট 5.0V – 3.0A Gionee এর 10,000 এম‌এএইচের পাওয়ার ব‍্যাঙ্কের দাম 599 টাকা এবং 20,000 এম‌এএইচ পাওয়ার ব‍্যাঙ্কের দাম 1,099 টাকা। আপাতত এই অ্যাক্সেজরিজগুলি ফ্লিপকার্টে সেল করা হচ্ছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here