5,100এম‌এএইচ ব‍্যাটারী আর 8জিবি র‍্যামের সাথে লঞ্চ হল এই 5 ক‍্যামেরার অতুলনীয় ফোন

চাইনার টেক ব্র‍্যান্ড Gionee অন্তরাষ্ট্রিয় মোবাইল মার্কেটে নতুন ডিভাইস পেশ করেছে। গ্লোবাল মঞ্চে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তার করে জিওনি নতুন স্মার্টফোন Gionee M15 লঞ্চ করেছে। এই ফোনটি আপাতত নাইজিরিয়ান মার্কেটে নামানো হয়েছে যার শুরুর দাম 16,000 টাকার কাছাকাছি। অ্যাট্রাক্টিভ লুকের সাথেই Gionee M15 এ বড়ো র‍্যাম, 5100mAh ব‍্যাটারী, কোয়াড রিয়ার ক‍্যামেরা আর Helio G90 চিপসেটের মতো অসাধারণ ফিচার্স দেওয়া আছে।

Gionee M15 এর স্পেসিফিকেশন্স

Gionee M15 কে 1080×2400 পিক্সেল রেজিউলেশনের 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ আইপিএস এলসিডি পাঞ্চালি ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা 60 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হয়েছে যার মধ্যে প্রসেসিং এর জন্য মিডিয়াটেকের হেলিয়ো জি90 চিপসেট দেওয়া আছে। নাইজিরিয়াতে এই ফোনটি 6 জিবি র‍্যাম আর 8 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্ট 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানোও যাবে।

ফোটোগ্রাফির জন্য Gionee M15 কোয়াড রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই মোবাইল ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন‍্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে যা স্ক্রিনের মাঝে থাকা পাঞ্চ হোলে ফিট আছে।

Gionee M15 ডুয়াল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। 3.5মিমি জ‍্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথে সিকিউরিটি এর জন্য যেখানে ফোনের ব‍্যাক প‍্যানেলে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার এর সাথেই এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য জিওনি এম15 এ 5,100এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী দেওয়া আছে যা 18 ওয়াট র‍্যাপিড চার্জিং টেকনিক সাপোর্ট করে।

Gionee M15 এর দাম

Gionee M15 কে নাইজিরিয়াতে Dazzling Black আর Magic Green কালারে লঞ্চ করা হয়েছে। ফোনের দামের কথা বলা হলে জিওনি এম15 এর 6জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌কে NGN 90,800 (প্রায় 16,000 টাকা) আর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌কে NGN 106,200 (প্রায় 18,700 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here