6000mAh ব‍্যাটারি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

জিওনি বাজেট স্মার্টফোন সেগমেন্টে Gionee P15 Pro নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন Gionee P15 Pro ফোনটি 6,000 এম‌এএইচের ব‍্যাটারি এবং মিডিয়াটেকের এন্ট্রি লেভেল চিপসেট হেলিও জি35 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই লেটেস্ট স্মার্টফোন নাইজেরিয়াতে পেশ করা হয়েছে। শীঘ্রই ভারতেও লো বাজেট সেগমেন্টের এই নতুন ফোনটি লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে মার্কেটে লো বাজেটের শাওমি ও রিয়েলমির বিভিন্ন ফোনকে Gionee P15 Pro ফোনটি টেক্কা দেবে। চলুন জেনে নেওয়া যাক লেটেস্ট Gionee P15 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Gionee P15 Pro ফোনটিতে ওয়াটারড্রপ নচযুক্ত এবং 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 84.6% এবং সেলফি ক‍্যামেরার জন্য এতে ওয়াটারড্রপ নচ রয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেল পলিকার্বনেট বডি দিয়ে তৈরি।

Gionee P15 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Gionee P15 Pro তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলেএল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

Gionee P15 Pro একটি 4জি এলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে হেডফোন জ‍্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট এর মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে। 

দাম

Gionee P15 Pro ফোনটি আপাতত নাইজেরিয়াতে 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজসহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটি ভারতীয় টাকায় প্রায় 11,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। মনে করা হচ্ছে জিওনির এই লেটেস্ট ফোনটি ভারতে পেশ করা হবে। তবে এবিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here