গুগল জানিয়ে দিল অ্যান্ড্রয়েড পিয়ের আসল নাম, নতুন অ্যান্ড্রয়েডের নাম হবে অ্যান্ড্রয়েড 9 পাই

মার্চ মাসের শুরুতে গুগল নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9.0 পিয়ের সম্পর্কে ঘোষণা করেছিল। এরপর বেশ কয়েক বার গুগল এর আপডেট দিয়েছে। অ্যান্ড্রয়েড পিয়ের কিছু ফিচার সম্পর্কে জানা গেলেও এখনও পর্যন্ত জানা যায়নি কোন খাওয়ারের নামে এর নাম রাখা হবে। প্রতি বার দেখা যায় কোনো না কোনো খাওয়ারের নামে অ্যান্ড্রয়েড ভার্সনগুলির নাম রাখা হয়, তাই এবারের নাম জানার জন্য টেক জগত উৎসুক হয়ে রয়েছে। আজ কোম্পানি নতুন নাম ঘোষণা করে দিয়েছে। গুগলের নতুন অপারেটিং সিস্টেম 9.0 এর নাম অ্যান্ড্রয়েড পাই রাখা হবে।

নাম ঘোষণার সঙ্গে গুগল আরও জানিয়েছে আজ থেকেই বেশ কিছু ফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম সেল‌আউট করে দেওয়া হবে এবং গুগল পিক্সেল ইউজাররা এখন থেকেই তাদের ফোনে অ্যান্ড্রয়েড পাই ডাউনলোড করতে পারবেন। গুগলের দাবি অনুযায়ী নতুন অপারেটিং সিস্টেম মেশিন লার্নিং আধারিত উন্নত এআই টেকনিকযুক্ত যা ফোনের ব‍্যবহার বুঝতে ও তা উন্নত করতে সক্ষম।

অ্যান্ড্রয়েড পাই মোবাইল অপারেটিং সিস্টেমের নবম সংস্করণ যা গত বছর পেশ করা অ্যান্ড্রয়েড অরিওর পরবর্তী ভার্সন। এই ভার্সনে বেশ কিছু নতুন ফিচার দেখা যাবে যার মধ্যে অ্যাডেপ্টিভ ব‍্যাটারী অন‍্যতম। এটি নিজে থেকেই সেন্স করে নেবে কোন অ্যাপের ব‍্যবহার ফোনে কম হয় এবং নিজে থেকে সেইসব অ্যাপ বন্ধ করে দেবে যার ফলে ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ আরও বেড়ে যাবে। এক‌ই ভাবে অ্যাডেপ্টিভ ব্রাইটনেস আরও একটি ভালো ফিচার। এর সাহায্যে ফোনটি নিজে থেকে ফোনের লোকেশন ও আলো সেন্স করে স্ক্রিন ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবে। এর ফলেও ফোনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ আর‌ও বেড়ে যাবে।

এছাড়া গুগল পাইতে টাস্ক কুইকার ফিচারটিও অন‍্যতম সার্চের সাহায্যে কিছু অ্যাপের গুরুত্বপূর্ণ তথ্য দেবে যা বিভিন্ন কাজে সাহায্য করবে। এর সঙ্গে অ্যাপ অ্যাকশন অপশনটিও বিশেষ। মেশিন লার্নিং আধারিত এই ফিচার ফোনের প্রয়োজন অনুযায়ী ফোনের অ্যাপ প্রসেসিং করা হবে।

কোম্পানির দাবি অনুযায়ী গুগল অ্যান্ড্রয়েড পাইতে আরও কিছু আপডেট এখনও আসবে যার মধ্যে ডিজিটাল ওয়েলবিইং ফিচার আছে। এতে নিউ ড‍্যাশবোর্ড দেখা যাবে যা আপনার অ্যাপ ইউজেস ট্র‍্যাক করবে এবং নিজে থেকে রাতে নাইট লাইট এবং ডু নট ডিস্টার্বের মত ফিচার অন করে দেবে।

কোন কোন ফোনে পাওয়া যাবে আপডেট

গুগল জানিয়েছে‌ আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9.0 পাই শুধুমাত্র পিক্সেল ডিভাইসের জন‍্য‌ই লঞ্চ করা হবে। পরে নেকসাস ও অন‍্যান‍্য বিটা প্রোগ্ৰাম পার্টিসিপেন্টদের দেওয়া হবে। যার মধ্যে সোনী মোবাইল, শাওমি, এইচ‌এমডি গ্লোবাল, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস ও এসেনশিয়াল অন‍্যতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here