সুখবর: শীঘ্রই ভারতে Google Pay ইউজাররা NFC এর মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন

Google Pay শীঘ্রই ভারতে কন্ট‍্যাক্ট লেস ইউপিআই ফিচার লঞ্চ করতে পারে। Google Pay এর এই ফিচার ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে NFC (Near Field Communication) এর মাধ্যমে ইউজারদের পেমেন্ট করার সুবিধা অফার করবে। ভারতে এই ফিচার সংক্রান্ত Google Pay এর সাপোর্ট পেজ সবার আগে Android Police স্পট করেছে। এই নতুন ফিচার চলে এলে ইউজাররা পয়েন্ট অফ সার্ভিস (POS) এ শুধুমাত্র ফোন ট‍্যাপ করেই পেমেন্ট করতে পারবেন। তবে এর জন্য ফোনে NFC ফিচার থাকা আবশ্যক।

আপকামিং গুগল পে এন‌এফসি ফিচারের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে সবার আগে দোকানদারকে তাঁর POS এর মেশিনে অ্যামাউন্ট জমা করতে হবে। এরপর শুধু ফোন মেশিনে ট‍্যাপ করার অপেক্ষা। এবার গুগল পে পিন লিখে পেমেন্ট অথরাইজেশন করতে হবে। আপাতত বর্তমানে ইউজারদের পেমেন্ট করার জন্য UPI ID বা ফোন নাম্বার অথবা QR Code স্ক‍্যান করে পেমেন্ট করতে হয়। UPI পেমেন্টের ক্ষেত্রে NFC ফিচার চলে এলে গুগল পে দিয়ে পেমেন্ট আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে।

Google Pay তে NFC দিয়ে UPI পেমেন্ট

Google Pay এর অফিসিয়াল সাপোর্ট পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই কাজের জন্য UPI পেমেন্ট করতে গুগল প্লে প্রোটেক্ট সার্টিফাইড NFC ফিচারযুক্ত স্মার্টফোন প্রয়োজন। আরও বলা হয়েছে অ্যান্ড্রয়েড ডেভেলপার ভার্সন রান করা স্মার্টফোনে গুগল পের এই ফিচার কাজ করবে না। এছাড়া রুটেড ডিভাইস ও গুগলের অ্যাপ্রুভ না করা কোনো ফোনে এই ফিচার কাজ করবে না। এক‌ইভাবে আনলক বুটলোডার মোবাইলেও এই ফিচার কার্যকর নয়। 

এই সাপোর্ট পেজ থেকে জানা গেছে গুগল পের এই NFC যুক্ত UPI পেমেন্ট ফিচার শুধুমাত্র Pine Lab Terminals এ কাজ করবে। এই পাইন ল‍্যাব টার্মিনালস দেশের কিছু সুপার মার্কেট, ফিউল স্টেশন, রেস্টুরেন্ট ও অন‍্যান‍্য আউটলেটে কার্যকর হবে। তবে বর্তমান গুগল পে ভার্সনে UPI পেমেন্টের জন্য NFC সাপোর্ট করবে কি না জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here