16GB RAM সহ ভারতের বাজারে লঞ্চ হল Google Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL স্মার্টফোন, দেখে নিন শক্তিশালী স্পেসিফিকেশন 

বিশ্বের অন্যতম টেক কোম্পানি গুগল আজ তাদের বহু প্রতীক্ষিত ‘Pixel 10’ সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে Google Pixel 10 সহ Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং ফোল্ডেবল Pixel 10 Pro Fold স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। Google Pixel 10 স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন এবং Pixel 10 Pro Fold স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

উভয় স্মার্টফোনেই 16GB RAM সহ 5G সাপোর্ট করে। ভারতের বাজারে Google Pixel 10 Pro স্মার্টফোনটি 256GB স্টোরেজ অপশন 1,09,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতে Google Pixel 10 Pro XL স্মার্টফোনটির 256GB স্টোরেজ অপশন 1,24,999 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 1,39,999 টাকা দামে পেশ করা হয়েছে।

Google Pixel 10 Pro এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোনটি Google Tensor G5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 2.4GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই স্মার্টফোনটিতে Titan M2 সিকিউরিটি প্রসেসর ব্যাবহার করা হয়েছে। স্মুথ মাল্টি টাস্কিঙের জন্য Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL স্মার্টফোনটিতে 16GB RAM দেওয়া হয়েছে।

উভয় গুগল স্মার্টফোনেই 20:9 অ্যাস্পেক্ট রেশিও রয়েছে। Google Pixel 10 Pro স্মার্টফোনটিতে 1280 x 2856 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। একইভাবে Google Pixel 10 Pro XL স্মার্টফোনটিতে 1344 x 2992 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির কোয়াডএইচডি + ডিসপ্লে যোগ করা হয়েছে।

পিক্সেল স্মার্টফোনে LTPO OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেয়ের নাম কোম্পানির পক্ষ থেকে Super Actua ডিসপ্লে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি 10 Pro স্মার্টফোনটিতে 495পিপিআই এবং 10 Pro XL স্মার্টফোনটিতে 486পিপিআই সাপোর্ট করে। স্মার্টফোন দুটিতেই 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits পিক ব্রাইটনেস ও গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Google Pixel 10 Pro এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনদুটিতে এফ/1.68  অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Octa PD wide ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স ও 48 মেগাপিক্সেল telephoto সেন্সর যোগ করা হয়েছে।

Google Pixel 10 Pro এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোনটিতে 5x অপ্টিক্যাল জুম থেকে 100x পর্যন্ত জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও জন্য স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Google Pixel 10 Pro স্মার্টফোনটিতে 4,870mAh ব্যাটারি এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোনটিতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ করলে 24 ঘন্টা ব্যাকআপ এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোডে 100 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ উপভোগ করা যাবে।

দ্রুত চার্জ করার জন্য Google Pixel 10 Pro স্মার্টফোনটিতে 30W ফাস্ট চার্জিং এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। উভয় স্মার্টফোনেই Pixelsnap ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। একইভাবে Pro স্মার্টফোনে 15W এবং Pro XL স্মার্টফোনে 25W চার্জিং ফিচার সাপোর্ট করে।

Google Pixel 10 Pro এবং Google Pixel 10 Pro XL স্মার্টফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনদুটিতে 7 বছরেরে ওএস এবং সিকিউরিটি আপডেট রয়েছে, অর্থাৎ এখন থেকেই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 23 এর জন্য প্রস্তুত। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ স্মার্টফোনটিতে Gemini Live, Wi-Fi 7 এবং Bluetooth 6 সহ NFC সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 রেটিং যোগ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here