গুগল পাঠিয়েছে মিডিয়া ইনভাইট, 9ই অক্টোবর লঞ্চ হবে পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল

গুগল পিক্সেল স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু সময় ধরে বিভিন্ন লিক সামনে আসছে। বিভিন্ন রিপোর্টে পিক্সেল 3 স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশনের সঙ্গে এর লঞ্চ ডেট জানা গেছে। কিন্তু গুগল এখন খুব তাড়াতাড়ি এইসব সমালোচনা ও লিকের সমাপ্তি ঘটিয়েছে। স্বয়ং গুগল মিডিয়া ইনভাইট পাঠিয়ে পিক্সেল 3 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। গুগল জানিয়েছে আগামী 9ই অক্টোবর গুগল তাদের নতুন টেকনিক ও নতুন ডিভাইস টেক জগতের সামনে পেশ করবে।

গুগলের পক্ষ থেকে পাঠানো মিডিয়া ইনভাইটে বলা হয়েছে আগামী 9ই অক্টোবর গুগল একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্ট নিউইয়র্কের স্পরিঙ স্টেডিয়ামে আয়োজিত করা হবে। গুগল এখনও পর্যন্ত জানায়নি যে এই ইভেন্টের মঞ্চে কোন ঘোষণা করা হবে বা কোন ডিভাইস লঞ্চ করা হবে। কিন্তু আশা করা হচ্ছে 9ই।অক্টোবর পিক্সেল 3 ও পিক্সেল 3এক্স‌এল লঞ্চ করা হবে।

গুগল মিডিয়া ইনভাইটের সঙ্গে একটি জিফ টিজার শেয়ার করেছে যেখানে “আই লাভ এন‌ওয়াই” লেখা হয়েছে। ভারতীয় সময় অনুসারে ইভেন্টটি সকাল 11টায় অনুষ্ঠিত হবে। পিক্সেল ও পিক্সেল এক্সএল ডিভাইস এফসিসিতে ফার্স্ট জেনারেশন এইচটিসি কোম্পানি লিস্টেড করেছে। গত বছর পিক্সেল 2 ও পিক্সেল 2এক্সএল ডিভাইস এফসিসিতে এইচটিসি ও এলজি যৌথভাবে লিস্টেড করেছিল। কিন্তু এবার পিক্সেল 3 ও পিক্সেল 3এক্সএল স্বয়ং গুগল এফসিসিতে রোগ করেছে। মনে করা হচ্ছে স্বয়ং গুগল পিক্সেল ডিভাইসগুলি ডিজাইন করেছে।

গুগল পিক্সেল 3এক্সএলের ফোটো থেকে জানা গেছে ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং 1440+ পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ফোনটির একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম থাকবে এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। গুগল পিক্সেল 3এক্সএলের নচে ডুয়েল সেলফি ক‍্যামেরা সেন্সর বা 3ডি ফেস রেকগনেশন সেন্সর থাকতে পারে।

ফোটোয় দেখা গেছে ফোনটির ডানদিকের প‍্যানেলে ওপরদিকে পাওয়ার বাটন এবং তার নিচে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এলইডি ফ্ল‍্যাশযুক্ত সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেটআপ আছে। পিক্সেল 3এক্সএলের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে গুগলের লোগো দেওয়া হয়েছে। ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি গুগল পিক্সেল 3 ও পিক্সেল 3 এক্স‌এল সম্পর্কে আরও খবর পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here