43,999 টাকার বদলে মাত্র 27,699 টাকায় বিনিময়ে পাওয়া যাবে Google Pixel 6a, জেনে নিন কবে কোথায়

ইতিমধ্যে শপিং সাইট Flipkart তাদের ফেস্টিভ সেল Big Billion Days sale এর দিন ঘোষণা করে দিয়েছে। সাত দিনব‍্যাপী এই সেল আগামী 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। ফ্লিপকার্টের এই সেলে স্মার্ট ওয়াচ, ল‍্যাপটপ, ওয়‍্যারেবলস এবং অন‍্যান‍্য অ্যাক্সেসরিজের দামে 80% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এক‌ইভাবে এই সেলে Google Pixel 6a ফোনটিও বিশাল ডিসকাউন্ট সহ কেনা যাবে। আপনি যদি একটি ভালো ফোন কেনার কথা ভেবে থাকেন তবে 16,300 টাকা কম খরচ করে Google Pixel 6a ফোনটি কিনতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কত টাকার বদলে এই ফোন কেনা যাবে।

 16,300 টাকার ফ্ল‍্যাট ডিসকাউন্ট

Flipkart’s Big Billion Days sale উপলক্ষে Google Pixel 6a এর অফারের কথা স্বয়ং ফ্লিপকার্ট টুইটের মাধ্যমে জানিয়েছে। কোম্পানি টুইটে বলেছে ই-কমার্স সাইটে এই ফোনটি 43,999 টাকা দামে বেচা হয়। কিন্তু Big Billion Days sale চলাকালীন এই ফোনটি 34,199 টাকা দামে বেচা হবে। এছাড়াও ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার সময় ওয়ালেট, গিফ্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব‍্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে 3,500 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ ফোনটি কেনার জন্য 30,699 টাকা দাম দিতে হচ্ছে। এছাড়াও যদি আপনার কাছে Axis এবং ICICI ব‍্যাঙ্কের কার্ড থাকে তবে অতিরিক্ত 3000 টাকা ছাড় দেওয়া হবে, অর্থাৎ ফোনটির দাম হল 27,699 টাকা।

অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে এই ফোনটির দামে মোট 16,300 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। যদি আপনি একটি ভালো ফোন কেনার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছেন তবে আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলা Big Billion Days sale থেকে Google Pixel 6a ফোনটি কিনতে পারেন। চলুন  এক নজরে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Google Pixel 6a এর স্পেসিফিকেশন

Google Pixel 6a ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.1-ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশরেট 60Hz এবং সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 3 ব‍্যবহার করা হয়েছে। Pixel 6a ফোনটিতে গুগলের Tensor প্রসেসর দেওয়া হয়েছে যা কোম্পানির Pixel 6 এবং 6 Pro ফোনদুটিতেও রয়েছে। এছাড়াও এতে Titan M2 সিকিউরিটি কো-প্রসেসর যোগ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ƒ/1.7 অ্যাপার্চারযুক্ত 12.2MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং ƒ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। এই ফোনের ক‍্যামেরা OIS ও EIS ফিচারযুক্ত। এছাড়া সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। গুগলের এই ফোনটি 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Google Pixel 6a ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,410mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনের সঙ্গে চার্জার দেওয়া হয় না। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটি তিনটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচটি সিকিউরিটি আপডেট পাবে। এই ফোনটি USB Type-C 3.1 Gen 1, স্টেরিও স্পীকার, Wi-Fi 6 (802.11ax), 6E সহ MIMO, Bluetooth v5.2, NFC এর মতো কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। ফোনটি মাত্র 8.9mm চ‌ওড়া এবং ওজন 178 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here