অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে এই দামে লঞ্চ হলো Google Pixel 6a, জেনে নিন স্পেসিফিকেশন

Google Pixel 6a স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। ভারতে দুইবছর আগে গুগল পিক্সেল স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি এই ফোনটিকে Google IO 2022-এ পেশ করেছিলো। যদিও এই ফোনটি এখনও পর্যন্ত কিছু দেশেই বিক্রি‌র জন্য উপলদ্ধ ছিল। গুগুলের এই ফোনটির প্রী-বুকিং এখন ভারতেও শুরু হয়ে গেছে। Google Pixel 6a ফোনটি কোম্পানির গত বছরে লঞ্চ হওয়া Pixel 5a-এর সাক্সেসর, এই ফোনটিকে ভারতে লঞ্চ করা হয়নি। এরআগে ভারতে কোম্পানি 2020 সালে Pixel 4a ফোনটিকে পেশ করেছিল। ফোনটির স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনটিকে ইনহাউস Tensor প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। গুগুলের এই ফোনটির সাথে ভারতে সরাসরি প্রতিযোগিতা হতে চলেছে OnePlus 10R, Nothing Phone (1), এবং Realme GT সিরিজের সাথে।

Google Pixel 6a-এর দাম

Google Pixel 6a স্মার্টফোনটিকে ভারতে 6GBRAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম 43,999 টাকা, ফোনটিকে চারকোল (ব্ল্যাক) এবং চক (হোয়াইট) কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির সেজ (গ্রিন) কালার ভারতে লঞ্চ করা হয়নি। ভারতে এই ফোনটির বিক্রি আগামী 28 জুলাই থেকে শুরু হতে চলেছে, কিন্তু flipkart-এ ফোনটির প্রী-বুকিং শুরু হয়ে গেছে।

Google Pixel 6a-এর লঞ্চ অফার

  • Axis Bank-এর কার্ডে EMI ট্রান্সজ‍্যাকশন করলে 4000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে (লিমিটেড টাইম অফার)
  • পুরোনো পিক্সেল ফোনে 6000 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে
  • পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 2000 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট পাওয়া যাবে
  • Pixel 6a কিনলে Google Nest Hub Gen2/Pixel Buds A Series/ Fitbit Inspire 2 মাত্র 4,999 টাকায় কেনা যাবে
  • YouTube Premium এবং Google One-এর তিন মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে
  • Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে 5% ক্যাশব্যাক প্রদান করছে
  • সিলেক্টেড কার্ডে নো কোস্ট EMI অফার উপলব্ধ

Google Pixel 6a-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Google Pixel 6a স্মার্টফোনে 6.1-ইঞ্চির Full HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটির রেজ্যুলেশন 1080 x 2400 পিক্সেল, 20:9 আস্পেক্ট রেশিও এবং Corning Gorilla Glass 3 প্রটেকশন দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 60Hz। Pixel 6a স্মার্টফোনে গুগুলের Tensor প্রসেসর দেওয়া হয়েছে। এরসাথে ফোনে Titan M2 সিকিউরিটি কো-প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বলা হলে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 12.2MP-এর, ক‍্যামেরা‌টির অ্যাপার্চার ƒ/1.7 এবং সেকেন্ডারি ক্যামেরা 12MP-এর, এই ক‍্যামেরা‌টি ƒ/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে। গুগুলের এই ফোনটি OIS এবং EIS সাপোর্ট করে। এই ফোনে 8MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। গুগুলের এই ফোনটি 4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Google Pixel 6a স্মার্টফোনটি 4,410mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটির সাথে চার্জার পাওয়া যাবে না। গুগুল পিক্সেলের এই ফোনটি Android 12-এ রান করে। এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5টি সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। এই ফোনটিকে USB Type-C 3.1 Gen 1, স্টিরিও স্পিকার, Wi-Fi 6 (802.11ax), 6E-এর সাথে MIMO, Bluetooth v5.2, NFC কানেক্টিভিটি ফিচারের সাথে পেশ করা হয়েছে। ফোনটি চওড়ায় 8.9mm এবং ওজন 178 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here