সম্প্রতি জনপ্রিয় টেক ব্র্যান্ড Google তাদের ফ্ল্যাগশিপ সিরিজের Pixel 9 ফোন লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের আগেই পুরনো মডেলের দাম কমে গেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে Google Pixel 8, Pixel 8 Pro, Pixel 8a এবং Pixel 7a ফোনগুলি প্রায় 7 হাজার টাকা পর্যন্ত কমে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির বর্তমান দাম সম্পর্কে।
Google Pixel 8 সিরিজের প্রাইস কাট
গুগল এর আগের ফ্ল্যাগশিপ Pixel 8 Pro ফোনটি 7,000 টাকা পর্যন্ত দাম কমে গেছে। তবে Pixel 8 ফোনটির দাম 5,000 টাকা পর্যন্ত প্রাইস ড্রপ হয়েছে। এই সিরিজের লো বাজেট রেঞ্জে Pixel 8a মডেলটির দাম 3,000 টাকা পর্যন্ত সস্তা হয়ে গেছে। এবার Pixel 7a ফোনটি ভারতে 2,000 টাকা কম দামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির স্টোরেজ ভেরিয়েন্ট এবং দাম সম্পর্কে।
এই ফোনগুলি শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল আউটলেটে সেল করা হচ্ছে।
মডেল | আগের দাম | নতুন দাম |
Pixel 8 128 GB | 75,999 টাকা | 71,999 টাকা |
Pixel 8 256 GB | 82,999 টাকা | 77,999 টাকা |
Pixel 8 Pro 128 GB | 106,999 টাকা | 99,999 টাকা |
Pixel 8 Pro 256 GB | 113,999 টাকা | 106,999 টাকা |
Pixel 8a 128 GB | 52,999 টাকা | 49,999 টাকা |
Pixel 8a 256 GB | 59,999 টাকা | 56,999 টাকা |
Pixel 7a 128 GB | 43,999 টাকা | 41,999 টাকা |
Google Pixel 8 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Google Pixel 8 ফোনে 6.2 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পীক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টস প্রোটেকশন রয়েছে।
- প্রসেসর: এই গুগল ফোনে Tensor G3 চিপসেট যোগ করা হয়েছে এবং এর সঙ্গে টাইটান M2 সিকিউরিটি মাইক্রো প্রসেসর দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Google Pixel 8 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 10.5 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 27ওয়াট ফাস্ট চার্জিং এবং 18 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,575mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Google Pixel 8 Pro এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 2992 × 1344 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির পাঞ্চ-হোল OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
- প্রসেসর: অসাধারণ পারফরমেন্সের জন্য এই গুগল ফোনে Tensor G3 চিপসেট যোগ করা হয়েছে এবং টাইটান M2 সিকিউরিটি মাইক্রো প্রসেসর দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Google Pixel 8 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 30x জুম সহ 48 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 30 ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,050 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।