জেনে নিন Play store ডাউনলোড এবং বিভিন্ন অ্যাপ ইনস্টল করার সহজ পদ্ধতি

Google Play Store সমস্ত Android ফোনে ইন বিল্ট ইনস্টল করা থাকে। এই অ্যাপ থেকে আপনি ডিভাইসে অন্যান্য নতুন অ্যাপ ইনস্টল ও আপডেট করতে পারবেন। এই অ্যাপটি ফোন থেকে ডিলিট বা আন ইনস্টল করা যায় না। যদি কোনো কারণে Google Play Store অ্যাপটি ডিলিট হয়ে যায় বা আপনি লেটেস্ট Play Store অ্যাপটি আপগ্রেড করতে চান, তাহলে কি করতে হবে সেই উত্তর এই পোস্টে আপনারা পেয়ে যাবেন। আরও পড়ুন: সাবধান! সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন চুরির নয় তো? কীভাবে জানবেন, জেনে নিন পদ্ধতি

কিভাবে Play store ডাউনলোড করবেন?

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Play Store অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে। এই অ্যাপটি ডিলিটও করা যায় না। যদি কোনো কারণে এই অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় , তাহলে আপনি নিচে উল্লেখিত উপায়ে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।

সবার প্রথমে আপনাকে আপনার ফোনের ব্রাউজার খুলতে হবে। তারপরে আপনাকে ব্রাউজারে Google Play Store APK সার্চ করতে হবে। এখানে আপনি Apk Mirror এবং Apk pure এর মত থার্ড পার্টি অ্যান্ড্রয়েড অ্যাপস এর লিঙ্ক পাবেন। আপনি যেকোনো একটি থেকে প্লে স্টোরের APK ডাউনলোড করতে পারেন। আরও পড়ুন: দুটি ফোনে একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, জেনে নিন পদ্ধতি

APK ফাইলটি ডাউনলোড করার পরে আপনাকে APK ফাইলটি খুলতে হবে। আপনি যদি অজানা সোর্সগুলি enable না করে থাকেন তাহলে আপনাকে এটি enable করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এইভাবে আপনি আপনার ফোনে Google Play Store ইন্সটল করতে পারবেন।

Play store আপডেট করার পদ্ধতি

Google কিছুদিন অন্তর তাদের মোবাইল ফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য আপডেট প্রকাশ করে। আপডেটের সাথে Google Play Store অ্যাপটি অটোমেটিক ভাবে আপডেট হয়ে যায়। আরও পড়ুন: SBI গ্রাহকরা SMS এবং মিসড কলের মাধ্যমে মুহূর্তের মধ্যে জানতে পারবেন ব্যালেন্স, জেনে নিন পদ্ধতি

মোবাইল ফোনে Play store অ্যাপ কোথায় থাকে?

  • মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ সার্চ করার জন্য ফোনের অ্যাপ সেকশনে যেতে হবে।
  • এর পর উপরের সার্চ অপশনে Play Store টাইপ করতে হবে।

  • তারপর আপনি সামনে Google Play Store অ্যাপ দেখতে পাবেন।
  • অ্যাপটিতে ট্যাপ করে, আপনি আপনার ফোনে Google Play Store অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।

Play Store থেকে অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে?

  • আপনি যদি আপনার ফোনে একটি নতুন অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ফোনে প্রথমে অ্যাপ স্টোর খুলতে হবে।

  • অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাপটি সার্চ করতে হবে।
  • সার্চ রেজাল্ট থেকে আপনি আপনার ফোনে অ্যাপ ইনস্টল করতে পারবেন।

Play store থেকে অ্যাপ আপডেট করবেন কিভাবে?

  • Play store অ্যাপের সাহায্যে, আপনি আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলিও আপডেট করতে পারেন।

  • Play store অ্যাপটি খোলার পরে, আপনাকে প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে Manage Apps and Device অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে Update All অপশনে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আপনার ফোনে উপস্থিত অ্যাপগুলি আপডেট করতে পারেন।

কেন শুধু Play store থেকে অ্যাপ ডাউনলোড করবেন?

Play store অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য Google এর অফিসিয়াল অ্যাপ স্টোর। Google-এর রিভিউয়ের পরই প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়। এই অ্যাপগুলি সিকিওর এবং সেফ থাকে। তাই সবসময় Play Store থেকেই অ্যাপ ডাউনলোড করা উচিত। আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই লিক হল iQOO Neo 7 Pro ফোনের দাম, জেনে নিন স্পেসিফিকেশন

Play Store কী?

Play Store হল গুগলের একটি অ্যাপ অর্থাৎ Google Play Store একটি সফটওয়্যার যার সাহায্যে অ্যান্ড্রয়েড ইউজাররা তাদের ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে পারেন। Play store থেকেই ইউজাররা তাদের ফোনে গেম, OTT অ্যাপ যেমন Netflix, Disney+ Hotstar, ফটো এডিটিং অ্যাপ এবং অন্যান্য অ্যাপ ডাউনলোড করতে পারেন। এই ধরনের অ্যাপগুলির মধ্যে অনেকগুলি ফ্রি অ্যাপ, আবার কিছু অ্যাপের জন্য ইউজারদের চার্জ দিতে হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here