জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

Google এখন আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সকালের অ্যালার্ম থেকে শুরু করে আমাদের রাতের ঘুম পর্যন্ত প্রতিটি কাজেই কিন্তু Google নজর রাখে। Google আমাদের অনেক কঠিন পথ অনেক সহজ করে দিয়েছে। এরকম একটি টুল হল Google Map। খুব কম সংখ্যক মানুষই এমন আছেন যারা কোনওদিন Google Map এর সাহায্য নেননি। তবে আপনি কি জানেন যে Google Map এর সাহায্যে আপনি কাউকে না জানিয়েও তার লোকেশন ট্র্যাক করতে পারবেন। Google Map এ কাউকে না জানিয়ে তাকে ট্র্যাক তার প্রাইভেসি ক্ষুন্ন করা। তবে আপনি আপনার পরিবার এবং বাচ্চাদের সিকিউরিটির জন্য এই ফিচারটি ব্যবহার করতে পারেন। আরও পড়ুন: 4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হল Vivo Y16 এবং Vivo Y22 এর নতুন ভেরিয়েন্ট, জেনে নিন দাম এবং ফিচার

লাইভ লোকেশন শেয়ার করার ফিচারটি iPhone, iPad এবং Android ফোনে উপস্থিত রয়েছে। ল্যাপটপ বা কম্পিউটার থেকে লাইভ লোকেশন শেয়ার করা যাবে না কিন্তু আপনি ডেস্কটপে অন্যের শেয়ার করা লোকেশন দেখতে পারবেন। এই ফোনে আপনাদের iPhone, iPad এবং অ্যান্ড্রয়েড থেকে Google Map এ লোকেশন ট্র্যাক করার কিছু ট্রিকস জানানো হল।

Google Map এর ট্রিকস

Android ফোন বা Tab এর সাহায্যে লোকেশন শেয়ার করুন

  • Google Map অ্যাপ খুলে এবং প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে।
  • লোকেশন শেয়ারিং এ গিয়ে আপনি যার সাথে লোকেশন শেয়ার করতে চান তার নাম যুক্ত করতে হবে।
  • লোকেশন শেয়ার করার সময় দিয়ে এবং যোগাযোগ নম্বর দিতে হবে।
  • আপনি যদি এমন কোন একজন ইউজারের সাথে আপনার লোকেশন শেয়ার করে থাকেন যার Google অ্যাকাউন্ট নেই, তাহলে আপনার লোকেশন যোগ করার জন্য লিঙ্কের প্রয়োজন হবে।

iPhone এবং iPad থেকে লোকেশন শেয়ার করার ট্রিকস

  • আপনার ডিভাইসে Google Maps অ্যাপ খুলে প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে Location Sharing-এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনি কার সাথে লোকেশন শেয়ার করতে চান, সেই ইউজার এবং লোকেশন শেয়ার করার সময় যোগ করতে হবে।
  • আপনি যদি এমন ইউজারের সাথে লোকেশন শেয়ার করেন যার Google অ্যাকাউন্ট নেই, তাহলে আপনি লোকেশন লিঙ্কের সাহায্যে লোকেশন শেয়ার করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here