Samsung, OnePlus এবং Google Pixel ইউজারদের জন্য সরকার জারি করেছে নোটিশ! জেনে নিন কি বলা হয়েছে।

Highlights

  • ফোন থেকে পার্সোনাল ডেটা চুরি হওয়ার ঝুঁকি।
  • অনলাইন ব্যাঙ্কিং ব্যাবহারকারীদের জন্য বেশি বিপদ।
  • সমস্ত ইউজারদের আপডেটের প্রতি খেয়াল রাখতে হবে।

Google Pixel, Samsung, OnePlus স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস ব্যাবহারকারীদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টীম (CERT-In) এর বক্তব্য অনুযায়ী অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজার যেমন গুগল পিক্সেল, স্যামসাং এবং ওয়ানপ্লাস অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনের জন্য বিপদ রয়েছে। এই ফোনগুলিতে বেশ কিছু দুরব্লতা খুঁজে পাওয়া গেছে। স্মার্টফোন ইউজারদের পার্সোনাল ডেটা অনলাইনে সহজেই অ্যাক্সেস করা যাবে। আরও পড়ুন: লঞ্চ হল 75 ইঞ্চির QLED 4K Smart TV, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এই ফোনগুলিতে রয়েছে ঝুঁকি

ইউজারদের ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 11, 12, 12L, 13 এ কাজ করে তবে তাদের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তাদের ডেটা এবং অনলাইন ফ্রড থেকে বাঁচার জন্য লেটেস্ট সফটওয়্যার আপডেট করতে হবে।

অনেক ইউজার এমন আছে যারা সময় মতো তাদের ফোন আপডেট করেন না, এই ধরনের মানুষরা যথেষ্ট বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারের পক্ষ থেকে পুরনো ভার্সনের ফোনের জন্যই সতর্কতা জারি করা হয়েছে। আরও পড়ুন: 12GB RAM ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) স্মার্টফোন, জেনে নিন দাম

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে কর্মরত CERT-In এর রিপোর্ট অনুযায়ী ভারতে অনলাইন পেমেন্টের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড স্মার্টফোনই বেশি ব্যাবহার করা হয়। অথচ গুগল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং নাথিঙের মতো ফোনগুলির লোকেশন, ব্যাঙ্কিং ডি =টেইলস সহ বেশ কিছু সেন্সিটিভ ডেটা সহজেই ট্র্যাক করা যায়।

অ্যান্ড্রয়েড ওএসের খামতি

CERT-In এর তথ্য অনুযায়ী ফ্রেমওয়ার্ক সিস্টেম, Google Play সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্টস, মিডিয়াটেক কম্পোনেন্টস, ইউনিসক কম্পোনেন্টস, কোয়ালকম কম্পোনেন্টস এবং কোয়ালকম ক্লোজড সোর্স কম্পোনেন্টসে খামতির কারণে অ্যান্ড্রয়েড ওএসে এই খামতি রয়েছে। আরও পড়ুন: Motorola লঞ্চ করল 50MP রেয়ার, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 8GB RAM সহ নতুন স্মার্টফোন, জেনে নিন দাম

এইসব কমজোরির সুযোগ নিয়ে কিছু সাইবার ফ্রড ফোনে নিজেদের কোর সেট করে দেয় এবং ফলে সেন্সিটিভ ডেটা তাদের কাছে পৌঁছে যায়। এই কারণে যে কোনো ধরনের জোচ্চুরির হাত থেকে বাঁচার জন্য ইউজারদের Google এর দেওয়া প্যাচ আপডেট করতে থাকা উচিৎ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here