BGMI Ban India Update : শীঘ্রই ফিরতে পারে BGMI, ভারত সরকারের সঙ্গে কথা বলছে Krafton, জেনে নিন লেটেস্ট আপডেট

জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম Battlegrounds Mobile India অর্থাৎ BGMI ব্যানড হওয়ার দুই মাস পর বর্তমানে ফ্যানদের মধ্যে গেমটির প্রত্যাবর্তন নিয়ে জর সমালোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে Krafton এর আধিকারিকরা ব্যান তুলে নেওয়ার প্রসঙ্গে সরকারি পদাধিকারীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত গেমটির প্রত্যাবর্তন সম্পর্কে ফ্যানদের খুশি করার মতো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। একটি আরটিআই এর উত্তরে সরকারের পক্ষ থেকে BGMI গেমটি ব্যানড করার কারণ শেয়ার করা হয়েছে। এই পোস্টে BGMI গেমটির ওপর ব্যান আরোপ প্রসঙ্গে লেটেস্ট আপডেট সম্পর্কে আলোচনা করা হল।

BGMI Ban India Update

টুইটারে GodYamrajOP একটি ছবি শেয়ার করে জানিয়েছেন যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি BGMI Ban প্রসঙ্গে আরটিআই এর জবাব দিয়েছে। এই আরটিআইতে সরকার গেমটি ব্যানড করার কারণ সম্পর্কে আলকপাত করেছে। BGMI এর ওপর থেকে ব্যানড ওঠানোর আশায় বসে থাকা ফ্যানরা অবশেষে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো জবাব পেল। সরকার জানিয়েছে এই গেমটি আইটি আইনের ধারা 69A এর আওতায় ব্যানড করা হয়েছে।

সামনে এল ব্যানডের কারণ

আরটিআই এর জবাবে MeitY জানিয়েছে যে গেমটি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এর 69A ধারা মেনে ব্যানড করা হয়েছিল। আরও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে Battlegrounds Mobile India (BGMI) গেমটি ব্যানড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ভারত সরকার আরও জানিয়েছে গেমটি ব্যানড করার পর ক্রাফটনের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আলচনার বিষয়বস্তুর গোপনতা রক্ষার জন্য সেবিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। BGMI ফ্যানরা মনে করছে শীঘ্রই গেমটি আবার ফিরে আসতে পারে। তবে আপাতত ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here